X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

শপথের আশায় বিএনপির আমিনুল, দলের সিদ্ধান্তের অপেক্ষায় হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৪:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৫:২৪

অমিনুল ইসলাম ও হারুনুর রশীদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ নেওয়ার আজ শেষ দিন, সোমবার (২৯ এপ্রিল) রাত বারোটায় শেষ হবে এ সময়। তবে কেউ আবেদন করলে শপথের সময় বাড়াতে পারেন স্পিকার।

শপথের শেষ দিনে এসেও স্পষ্ট করে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি বিএনপির নির্বাচিত দু’জন। দল থেকে পরিষ্কার ভাষায় শপথের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে দেওয়া হলেও আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) এবং হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) সন্দিহান। তারা এখনও দলের নির্দেশনার অপেক্ষায় আছেন।

বাকিদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না, তা পরিষ্কার হলেও আবদুস সাত্তার ভুঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেনের (বগুড়া-৪) কোনও খোঁজ নেই। সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকেই তাদের সেলফোন বন্ধ রয়েছে। তবে তাদের শপথ নেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশাচ্ছন্ন।

সোমবার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো বসে আছিরে ভাই, শপথ নেওয়ার সম্ভাবনার জন্যই তো। এখন সবকিছু আল্লাহর হাতে।’

মন্তব্যের শেষ দিকে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার অফিসে বসে আছি। এখনও দলের সিদ্ধান্তেই আছি।’

হারুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখি কী হয়।’

বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ (বহিষ্কৃত)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এরইমধ্যে সোমবার দুপুরের পর জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কথা বলবেন বিএনপির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শপথ না নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত আছে। কেউ শপথ নিলে দলের সিদ্ধান্ত রয়েছে বহিষ্কারের।’

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজশাহীতে গুটি আম পাড়া শুরু, কেজি ৪০ টাকা
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
লন্ডনে অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান, বাঙালিপাড়ায় উৎকণ্ঠা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল