X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৪

ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র ৪র্থ সহকারী জজ ফারজানা আক্তার এ আদেশ দেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কল্যাণ কুমার সিংহ।

প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর  ছাত্রদলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বেঞ্চ সহকারী  বলেন, ‘অস্থায়ী নিষেধাজ্ঞাসহ সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।’

বৃহস্পতিবার ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন।

এছাড়া, ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারির  বিষয়ে যোগাযোগ করা হলে আমানউল্লাহকে পাওয়া যায়নি। ছাত্রদলের নেতারা জানান, বৃহস্পতিবার থেকেই আমানকে পাওয়া যাচ্ছে না।

এদিকে, ছাত্রদলের কাউন্সিল আয়োজনে নিষেধাজ্ঞার আদেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি, ছাত্রদল ও কাউন্সিলের প্রার্থীরা।  রাত সাড়ে নয়টা পর্যন্ত  এ প্রতিবেদন লেখার সময় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কোর্টের আদেশের কপি পৌঁছায়নি।

জানতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা ফজলুল হক মিলন বলেন, ‘আমরা এখনও আদেশ হাতে পাইনি।  তবে বলতে পারি, এটি সরকারের ষড়যন্ত্র। ছাত্রদলের কাউন্সিল বন্ধ করার ষড়যন্ত্র, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র।’ বিস্তারিত প্রতিক্রিয়া আদেশের কপি পাওয়ার পর দেবেন বলেও তিনি জানান।

/টিএইচ/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা