X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৪:১৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৩৯

আলোচনা সভায় মওদুদ আহমদ সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘খালেদ, শামীমের কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তা কিছুই না। দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে এই সরকার বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে না। তাদের নিজেদের পতন নিজেরাই ডেকে আনছে।’ 

শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কথা উল্লেখ করে মওদুদ বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের জানামতে সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি।  আজকে ঘূর্ণিঝড় আঘাত করলে আমাদের লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। অতীতেও দেখেছি সরকারের অবহেলায় দরিদ্র জনগোষ্ঠী দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ 

তিনি বলেন, ‘সরকার উন্নয়নের রোল মডেলের কথা বলে গলা ফাটাচ্ছে। কীসের উন্নয়নের রোল মডেল? ১৫ মিনিট বৃষ্টি হলে যে দেশের রাজধানী পানির নিচে চলে যায়, এটাকে বলে উন্নয়নের রোল মডেল? যে দেশের রাজধানীতে এক কিলোমিটার রাস্তা যেতে ৪৫ মিনিট সময় লাগে, সেটা নাকি উন্নয়নের মডেল? কে বিশ্বাস করবেন এসব কথা, কেউ বিশ্বাস করবেন না।’

বিএনপির এ নেতা বলেন, ‘অবশ্যই বাংলাদেশ মডেল। তবে সেটা গণতন্ত্রহীনতা, বিচারহীনতার, নারী-শিশু নির্যাতন ও নারী-শিশু ধর্ষণের মডেল।’ 

৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন,  ‘সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে এনে ক্ষমতায় বসান। তিনি কোনও ক্যু করেননি, কোনও নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। শহীদ জিয়া সংবিধান বাতিল করেননি, সামরিক আইন জারি করেননি এবং সংসদ বাতিল করেননি। ১৯৭৫ সালে সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন এই আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোশতাক আহমেদ। এই আওয়ামী লীগ মিথ্যাচার করে।’

আইনের শাসন বলতে দেশে কিছু নেই মন্তব্য করে মওদুদ বলেন, ‘আমাদের নেত্রীকে দেড় বছর কারাবন্দি করে রাখা হয়েছে। সরকারের প্রভাবের কারণে বিচারপতিরা স্বাধীনভাবে, মুক্তভাবে কাজ করতে পারছেন না। যে যত কথাই বলুক আজকে এ কথাটা সত্য।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মওদুদ বলেন, ‘গত ১০ বছর যতবার তিনি ভারতে যান শুধু দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না। কেন? শুধু ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়া করে এটা করবেন না। এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না।’

 

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়’
আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল