X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অলির এলডিপিতে ভাঙন, পাল্টা আহ্বায়ক কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৩:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৬:০১

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাহাদাত হোসেন সেলিম

কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) ভাঙন ধরেছে। একই নামে আরেকটি দলের আত্মপ্রকাশ  হয়েছে। এলডিপির এই অংশের সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। আব্দুল করিম আব্বাসীকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেন সেলিমকে কমিটির সদস্য সচিব করা হয়।  

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির ঘোষণা দেন শাহাদাত হোসেন সেলিম।  

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—আব্দুল গণি, এম আবুল বাসার, সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার ও কাজী মতিউর রহমান।

প্রসঙ্গত, এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপির নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার বাদ পড়েন। এর আগে অলির নেতৃত্বাধীন কমিটি থেকে বেরিয়ে আসেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক এম আবুল বাসার ও দফতর সম্পাদক কাজী মতিউর রহমান। এছাড়া, গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সম্প্রতি সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে দলের নির্বাহী কমিটি থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু  প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।’

এলডিপি ভেঙে নতুন এলডিপি গঠন প্রসঙ্গে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘অলির অতি জামায়াত-নির্ভরতা ও জামায়াত-প্রীতির কারণে তার সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়। এছাড়া, আমরা যেখানে ২০ দলীয় জোটে আছি, সেখানে কয়েকটি দল নিয়ে অলি আহমদের আলাদা জোট ‘মুক্তমঞ্চ’ করার কোনও যুক্তি ছিল না। সেই কারণে তার সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এর ফল হিসেবে নতুন এলডিপি গঠন। এলডিপি থেকে অলি আহমদসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, ‘আমরা আর অলি আহমদের সঙ্গে রাজনীতি করবো না। বিএনপি ছেড়ে এসে অলি আহমদের সঙ্গে এলডিপি করাটা আমার মহাপাপ ছিল।’

আরেক প্রশ্নের জবাবে সেলিম বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আছি। আশা করি বিএনপি আমাদের সমর্থন দেবে।’

সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এদিকে এলডিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন অলি আহমদ। আজ (১৮ নভেম্বর) বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

/এএইচআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন