X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার বিএনপির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭

খালেদা জিয়া কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিক্ষোভ সমাবেশ করবে দলটি। রাজধানীসহ সারাদেশের মহানগর ও জেলার সদরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার স্বজনরা সাক্ষাৎ করার আবেদন করলেও কারা কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুমতি দিচ্ছে না। গত ২৫ দিন হলো তার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। ফলে দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে আমরা চরম শঙ্কা ও উৎকণ্ঠায় আছি।’
একজন বন্দির সঙ্গে স্বজনদের দেখা করতে না দেওয়া চরম মানসিক নিপীড়ন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘পৃথিবীর কোনও নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশেও বন্দিদের সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয় না, যা করা হচ্ছে খালেদা জিয়ার ওপর।’
কারাবিধি অনুযায়ী ৭ দিন পর পর বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিয়ম আছে জানিয়ে রিজভী বলেন, ‘অথচ খালেদা জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পর পর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে।’
সরকারের কারসাজিতেই খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, নিম্ন আদালতে বিচারের নামে তিনি অবিচারের শিকার হলেও উচ্চ আদালতে তিনি সুবিচার পাবেন। উচ্চ আদালতের বিচারকরা দেশের সংবিধান, আইন সর্বোপরি নিজেদের বিবেকের প্রতি দায়বদ্ধ থাকবেন। কর্তৃত্ববাদী শাসনের প্রকোপে জনগণের মধ্যে বিচারব্যবস্থা যেন অপ্রাসঙ্গিক হয়ে না ওঠে, সেদিকেও তাদের দৃষ্টি রাখতে হবে।’
অবিলম্বে পাটকল শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ে গত ২৩ নভেম্বর আন্দোলনে করে আসছে। আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে পাটকল শ্রমিক-কর্মচারীরা তাদের পোষ্যদের নিয়ে স্ব স্ব মিলগেটে আমরণ অনশন কর্মসূচিতে যাবে বলে জানান তিনি।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল