X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে ভারত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫৬

সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে ভারত: মির্জা ফখরুল ভারত সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একদিন ভারতে থাকলে মুসলিমদের দিতে হবে ২১ হাজার রুপি জরিমানা, আর হিন্দু ধর্মাবলম্বীদের দিতে হবে ১০০ রুপি। এটা সম্পূর্ণ সাম্প্রদায়িকতা।’
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলানায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা চিন্তাও করতে পারি না, ভারতের মতোও দেশে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি শুরু হবে, সাম্প্রদায়িক আইন তৈরি হবে, যা সম্পূর্ণ বিভাজন সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষ এটা চিন্তাও করতে পারে না।’
তিনি বলেন, ‘ভারতের এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) নিয়ে কাজ চলছে, এটাতে বাংলাদেশে সরকারের মনোযোগ দেওয়া উচিত। শুরু থেকেই বিএনপি তা বলে আসছে। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশে সরকার কথা বলা উচিত। কারণ, এখানে দেশের স্বার্থ জড়িত আছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ বারবার বলা হচ্ছে, বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এটা মারাত্মক কথা। ভারত এনআরসির করে বলছে, কাউকে থাকতে দেওয়া হবে না। ভারতের মন্ত্রীরা বারবার বলছেন, সেইসব বাংলাদেশিকে জোর করে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের নাগরিক না, অথচ বাংলাদেশি বলে ভারত পাঠিয়ে দেবে। সেটা আমাদের ওপর আরেকটা চাপ আসবে। লাখ লাখ লোক আসবে। তাতে দেশের স্বাধীনতা, নিরাপত্তা, স্থিতিশীলতা সবকিছুর ওপর চাপ সৃষ্টি হবে।’ কিন্তু এ নিয়ে সরকার কোনও কথা বলছে না বলে অভিযোগ করেন তিনি।
ভারতকে নিয়ে বিএনপির কথা বলা উচিত নয় বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিন্তু এটা তো সত্য যে একটাই মহাদেশ এবং ১৯৪৭ সালে যে বিষয়গুলোকে সামনে নিয়ে দেশ ভাগ হয়, সেগুলোকে আজ আবার সামনে নিয়ে আসা হলো। ভারত বলছে, অমুসলিমরা যেতে পারবে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে আর মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না।’
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে সুন্দর দেশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আর ভারত পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, যার জন্য নাকি ভারত এনআরসির আইন করছে। এসব কথা বললে বিএনপি নাকি ভারত বিরোধিতা করছে। না কখনও আমরা ভারতবিরোধী নই। তারা ’৭১ সালে স্বাধীনতার যুদ্ধে সহযোগিতা করেছে। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, আছে। তাদের সম্মান করি। কিন্তু বিএনপি দেশচ্যুত হতে পারে না। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের সরকার কোনও কিছু না দেখলে, কিছু না বললে, সেটা বলা কি বিএনপির অপরাধ?’
সরকার বাংলাদেশের স্বার্থের জন্য কোথাও দাঁড়িয়ে কথা বলছে না বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ‘শুধু একটাই ঢোল বাজাই, সেটা কী? উন্নয়ন-উন্নয়ন। এমন উন্নয়ন যে পেঁয়াজের কেজি ২৪০-২৫০ টাকা।’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন...


ভারতের সঙ্গে টানাপড়েন চায় না বাংলাদেশ: ওবায়দুল কাদের

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)