X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষ নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ১৫:২০আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৯:৩৭

আলোচনা সভায় মান্না আওয়ামী লীগের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মুজিববর্ষ নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ। মুজিববর্ষ যদি জাতীয় অনুষ্ঠান হয়ে থাকে তাহলে সেই অনুষ্ঠানে খালেদা জিয়া, সব মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিরোধীদলীয় নেতা যারা জেলে আছেন তারা কেউই থাকতে পারতেন না।’

শুক্রবার (১৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনা ভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

করোনা প্রসঙ্গে মান্না বলেন, ‘আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দলের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার হয় আমরা করবো। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না। আমাদের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন বাংলাদেশে মহামারির মতো সংকট নেই। তবে এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে সেই সংকট মোকাবিলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত।’

নিজে সচেতন থাকাই ভালো উল্লেখ করে মান্না বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে সরকার যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেন? যেকোনও সময় হাত ধোয়া যায় তেমন লিকুইড কেমিক্যাল একটিও বাজারে নেই। সরকার এ বিষয়ে কিছু করতে পারলো না। সরকার ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারেনি। করোনা থেকে আমাদের রক্ষা করতে পারবে না। এখন করোনা নিয়ে তারা রাজনীতি করছে। করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না।’

তিনি বলেন, ‘আন্তরিকভাবে আমরা চাই করোনা ভাইরাস যাতে আমাদের দেশে মহামারি আকারে বিস্তার না করে। একইসঙ্গে আমরা বলতে চাই, করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে যেমন আমরা কষ্ট পাবো, ঠিক তেমনি বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা গেলে আমরা ক্ষুব্ধ হবো।’

বাংলাদেশে তিন জন ছাড়া আর কেউ করোনায় আক্রান্ত নেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে যে আর কোনও করোনা আক্রান্ত রোগী নেই সেই নিশ্চয়তা আপনি কীভাবে পেয়েছেন?’

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা