X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনা নিয়ে এ সপ্তাহেই পর্যবেক্ষণ জানাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ০০:২২আপডেট : ১৬ মে ২০২০, ০০:২৩

বিএনপি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দলীয় পর্যবেক্ষণ তুলে ধরার প্রস্তুতি শেষ করে এনেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিভাগভিত্তিকভাবে করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতি, আক্রান্ত, মৃত ও ত্রাণ বিষয়ক বিভিন্ন তথ্যসংগ্রহের কাজ গুছিয়ে আনা হয়েছে। এ সপ্তাহের মাঝামাঝি একদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমস্ত তথ্য জানাবে বিএনপির করোনাভাইরাস পর্যবেক্ষণ বিশেষ সেল। সেলের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

গত ৩ মে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ কমিটির আহ্বায়ক করা হয়। এরপর ৭ মে সাংগঠনিক ১০ টি বিভাগে সেলের আরেকটি কমিটি করে বিএনপি।

শুক্রবার (১৫ মে) বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিভাগভিত্তিক কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করতে দলের পক্ষ থেকে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন, ঢাকা বিভাগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম বিভাগে শফিউল বারী বাবু, খুলনা বিভাগে ডা. হারুন অর রশিদ, রাজশাহী বিভাগে সুলতান সালাউদ্দিন টুকু, বরিশাল বিভাগে ডা. রফিকুল ইসলাম, সিলেট বিভাগে আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ময়মনসিংহ বিভাগে সাইফুল আলম নিরব, কুমিল্লা বিভাগে ডা. আব্দুস সালাম, রংপুর বিভাগে ফজলুর রহমান খোকন, ফরিদপুর বিভাগে ইকবাল হোসেন শ্যামল।

জানতে চাইলে করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশ থেকে আমাদের কাছে তথ্য আসছে। আমরা কয়েকটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা করে তথ্যগুলো তুলে ধরবো। আমরা চেষ্টা রয়েছে শুরু থেকে বিভাগওয়ারী তথ্য প্রকাশ করতে। আশা করি, এ সপ্তাহের যেকোনও দিন আমরা সংবাদমাধ্যমে বিষয়গুলো তুলে ধরবো।’

বিএনপির একাধিক দায়িত্বশীল জানান, করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতিতে জাতির উদ্দেশে কথা বলতে সিনিয়র নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের শীর্ষনেতৃত্বের তদারকিতে সিনিয়র নেতারা পর্যায়ক্রমে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এসব বক্তব্য প্রচার করবেন।

শায়রুল কবির খান জানান, শনিবার (১৬ মে) বিকাল তিনটায় করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক স্বাস্থমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। পর্যায়ক্রমে অন্যান্য নেতারাও কথা বলবেন।



/এসটিএস/টিটি/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি