X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কামাল লোহানীর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি, রাজনীতিকদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৫:৪৪আপডেট : ২০ জুন ২০২০, ১৬:১১

কামাল লোহানী (ছবি: সংগৃহীত)

 

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী (৮৬)। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষনেতারা।

শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেন কামাল লোহানী। তার মৃত্যুর খবরে রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা।

সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন। বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোকবাণীতে কামাল লোহানীকে একজন দেশপ্রেমিক উল্লেখ করে বলেন, 'মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারের সাংবাদিক হিসেবে তার অবদানের কথা জাতি কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে।'

কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, 'সাংবাদিকতার পাশাপাশি আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে কামাল লোহানী বিপুল অবদান রেখেছেন। সাংস্কৃতিক আন্দোলনসহ বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা ব্যক্তি। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।'

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানীর মৃত্যুতে শোকাবাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, 'আবু নাঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী শুধু কামাল লোহানী নামেই বিখ্যাত ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাংবাদিকদের অধিকার আদায় এবং দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক হিসেবে দেশের সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রেখেছেন।'

জিএম কাদের আরও বলেন, 'ছায়ানটের সাধারণ সম্পাদক ও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে নিতে কাজ করেছেন কামাল লোহানী। তার মৃত্যুতে দেশ এক আদর্শবান অভিভাবক হারালো।' প্রয়াত লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, কামাল লোহানীর মৃত্যুতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক শোক প্রকাশ করেন। প্রয়াতের বিদেহী আত্নার শান্তি কামনা এবং শোকার্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোক বার্তায় বলেন, 'ছাত্র জীবন থেকে কামাল লোহানী সমাজ প্রগতির অগ্রযাত্রায় নিজেকে সম্পৃক্ত করেন। তার অকাল মৃত্যুতে দেশবাসী একজন নিবেদিত প্রগতিশীল সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।'

শোক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, 'কামাল লোহানী নির্ভীকদের প্রেরণা ছিলেন। তার এই অসময়ের চলে যাওয়া আমাদের করোনা পরিস্থিতিতে আরও একধাপ পিছিয়ে দিলো।'

আরও খবর:
মারা গেলেন করোনা আক্রান্ত কামাল লোহানী

 

 

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন