X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের মৃত্যুবার্ষিকীতে সারাদেশে দোয়া কর্মসূচি জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২১:১৪আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:১৬

জাতীয় পার্টি

আগামী ১৪ জুলাই (মঙ্গলবার) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী।  এ উপলক্ষে দেশব্যাপী পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে দলের চেয়ারম্যান জিএম কাদের সারাদেশের নেতাকর্মীদের এ কর্মসূচি পালনের নির্দেশ দেন। চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, ‘দেশের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা, উপজেলা এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে কর্মসূচি পালন করে পার্টির কেন্দ্রীয় দফতরকে অবহিত করার জন্য জাপার মহাসচিব মসিউর রহমান রহমান রাঙ্গা অনুরোধ জানিয়েছেন।’

এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাপার মহানগর দক্ষিণের প্রস্তুতি সভা

হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের  উদ্যোগে প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।

সভায় ঘোষিত কর্মসূচি: ১৩ জুলাই শ্যামপুর বালুর মাঠে মিলাদ মাহফিল, ১৪ জুলাই সকাল ১০টায় পল্লীবন্ধু এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,  ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি থানায় শতাধিক মসজিদে দোয়া ও বাদ আছর কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল  এবং সেদিন বিকাল ৫টায় শ্যামপুর রামকৃষ্ণ গিরিধারী মন্দিরে জাপা কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে’র উদ্যোগে প্রার্থনা সভা।

জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এসব কর্মসূচির কথা জানান।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী