X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আ. লীগ সভাপতির কারাবন্দি দিবসে আবেগাপ্লুত নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ২০:৫৭আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৫৫

 

দলীয় সভাপতির কারাবন্দি দিবসে আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা দলের সভাপতির ‘কারাবন্দি দিবস’কে আবেগাক্রান্ত হয়ে স্মরণ করলেন আওয়ামী লীগের নেতারা। দল থেকে কেন্দ্রীয়ভাবে কোনও কর্মসূচি না থাকলেও অনানুষ্ঠানিক আলোচনা ও প্রার্থনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিনটি পার করলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দলের একাধিক নেতার সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, এক-এগারোর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। তখন থেকে এই দিনটিকে ‘গণতন্ত্রের অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

শেখ হাসিনার কারাবন্দি দিবসকে স্মরণে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন কেন্দ্রীয় নেতারা। সেখানে এক অনানুষ্ঠানিক আলোচনা সভায় মিলিত হন তারা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকাইয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তারা প্রত্যেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এই আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের আয়োজনে পৃথক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আর দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দলীয় ও ব্যক্তি উদ্যোগে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি