X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘গণপরিবহনে মালিকদের স্বেচ্ছাচারিতা চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২০, ১৭:২৭আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৭:২৭

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায়কে কেন্দ্র করে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতা ও জবরদস্তি চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর এ কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে বলে মনে করেন তিনি। রবিবার (২৩ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘বর্ধিত ভাড়া গুনতে যেয়ে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালাতে বাসের অযৌক্তিকভাবে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহনে স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই; বরং আগের ধারায় পুরো বাস ভর্তি করে যাত্রী তোলা হচ্ছে।’

‘এই অবস্থায় গণপরিবহনে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারির কারণে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে’ উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘গুরুত্বপূর্ণ পরিবহন খাতে সরকার কোনও রূপ আর্থিক সহায়তা না দিয়ে বাস্তবে মালিকদের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালির ওপর পরিবহনকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারি এই ভূমিকা ও গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ফলে অপরাপর পরিবহনও অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে। এসব বিষয়ে কোনও তদারকি না থাকায় মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে।’

তিনি অনতিবিলম্বে গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে  বিদ্যমান নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটানোর আহ্বান জানান।

 

 

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
টিআইবির বিশ্লেষণদ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, আয় বেড়েছে ৫৩৩৬ শতাংশ
বাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
স্মরণে কলিম শরাফীবাবার জন্মশতবর্ষে কন্যার বর্ণিল আয়োজন
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
আবারও শেষ দিনের রোমাঞ্চে ইংলিশ প্রিমিয়ার লিগ
ভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
যশোর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনভোটকেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯-এ জানালেই নেওয়া হবে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?