X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিভক্ত জাসদে ঐক্য ফিরিয়ে আনতে চলছে ‘শর্তের খেলা’

পাভেল হায়দার চৌধুরী
১৫ মার্চ ২০১৬, ২৩:৩৪আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২৩:৩৭

 

জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিভক্ত দুই অংশের ঐক্য ফিরিয়ে আনতে দুই পক্ষের ভেতরেই চলছে ‘শর্তের খেলা’। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর শর্ত হলো—মূল দল থেকে বেরিয়ে যাওয়া শরীফ নুরুল আম্বিয়া ও  নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন অংশের কমিটি বাতিল করতে হবে। অন্যদিকে, আম্বিয়া-প্রধানের নেতৃত্বাধীন কমিটির শর্ত হলো, সম্মেলন বাতিল করে বিশেষ সম্মেলন দিতে হবে। এই নিয়ে চলছে দ্বিখণ্ডিত জাসদে ‘শর্ত-শর্ত খেলা’। উভয় অংশের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে, দীর্ঘ ৬ বছর পর গত শুক্রবার (১১ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়। এরপর শনিবার দ্বিতীয় দিনে গুলিস্তানের কাজী বশির আহমেদ মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) হয় দ্বিতীয় দিনের সম্মেলন। সেখানে কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হন হাসানুল হক ইনু। এ জন্য গঠনতন্ত্রও পরিবর্তন করা হয়।
সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (১২ মার্চ) রাতে সম্মেলনস্থল ত্যাগ করেন দলটির কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও প্রাক্তন যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। মহানগর নাট্যমঞ্চ থেকে কাউন্সিলরদের একটি মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে কমিটি ঘোষণা করেন তারা।

পরে শনিবার রাতে মহানগর নাট্যমঞ্চ থেকে হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি ঘোষণা করেন তারা। রবিবার (১৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাসদ (একাংশের) কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল অভিযোগ করে বলেন, ‘হাসানুল হক ইনুর স্বৈরাচারী আচরণের কারণেই দলের ভাঙন হয়েছে।’

এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু নিজেদের বক্তব্য স্পষ্ট করে সসম্মানে স্বপদে ফিরে আসার আহ্বান জানান। এর আগে থেকেই উভয় পক্ষের সঙ্গে দফায়-দফায় সমঝোতার বৈঠক করেন সংশ্লিষ্টরা। 

সমঝোতার উদ্যোগ হিসেবে সম্মেলনের পরদিনই জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষ থেকে একটি প্রস্তাব নিয়ে বিদ্রোহী গ্রুপের সঙ্গে কথা বলেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মনিরউদ্দিন আহমেদ। সে প্রস্তাবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ঐক্যের প্রশ্নে প্রয়োজনে নিজের সভাপতি পদও ছাড়তে চেয়েছেন।

সমঝোতার অংশ হিসেবে, দফায়-দফায় উভয় পক্ষের সঙ্গে বৈঠক করছেন উপদেষ্টা পরিষদের এই সদস্য। তবে সমঝোতার প্রশ্নে আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার প্রস্তাব করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই প্রস্তাব মানতে নারাজ আম্বিয়া-প্রধানরা। তাদের দাবি, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি কাউন্সিল বাতিল করে বিশেষ কাউন্সিল ডাকলেই সমঝোতার পথ প্রসারিত হতে পারে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ