X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এবার ‘বিএমজেপি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১

‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাও’- স্লোগান নিয়ে ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’ নামে (বিএমজেপি) নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের নির্বাচনী প্রতীক রাজহাঁস। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন এই রাজনৈতিক দল ও কমিটির নাম ঘোষণা করা হয়।

‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি’র আত্মপ্রকাশ দলের সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সুকৃতি কুমার মণ্ডলের নাম ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলটির ১০১ সদস্যের কমিটিও ঘোষণা করাসহ দলটির পক্ষ থেকে সাত দফা দাবিও তুলে ধরা হয়।

বিজেএমপির সভাপতি শ্যামল কুমার রায় বলেন, ‘আমরা আর কোনও রাজনৈতিক দলের ভোটব্যাংক হতে চাই না। গত ৫ মে হিন্দু মহাজোটের ৫২টি জেলার প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নতুন রাজনৈতিক দল গঠন করার। এই ঘোষণার পূর্ব মুহূর্তে কে বা কারা দল গঠন করল তা আমাদের দেখার বিষয় না।’

সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মণ্ডল বাংলা ট্রিবিউন বলেন, ‘নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আগামী অক্টোবর মাসে আবেদন করবো। আমরা এককভাবে নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। নির্বাচনের আগে সুবিধামত কোনও জোটের সঙ্গে গিয়ে নির্বাচন করতে পারি। তবে কোন জোটে যাবো তা এখনও সিদ্ধান্ত হয়নি।’

নতুন এই দল গঠনের আগে শ্যামল কুমার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী ও সুকৃতি কুমার একই সংগঠনের নির্বাহী সভাপতি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবঘোষিত কমিটির সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই, জ্ঞানবিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক ম্যালকম মেন্ডিস, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক নুপুর ঘোষ প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে একটি দল। দলের সভাপতি ও মুখপাত্র হয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির সভাপতি মিঠুন চৌধুরী, আর মহাসচিব হয়েছেন দেবাশীষ সাহা।


/এএইচআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ