X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৭:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৫

 

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোট, মহাজোট বা অন্য কোনও জোটভুক্ত হয়ে নির্বাচন করবে না ইসলামী ঐক্যজোট। এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির জাতীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।

সমাবেশে দলের ঘোষণাপত্র পাঠকালে মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেন, ‘‘নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে ইসলামী ঐক্যজোট জাতীয় নির্বাচনে দলীয়  ‘মিনার’ প্রতীকে অংশ নেবে। প্রয়োজনে নিজস্ব বলয়ে নিবন্ধিত-অনিবন্ধিত ইসলামি সমমনা অন্য দলগুলো নিয়ে জোট গড়ার  প্রচেষ্টা অব্যাহত রাখবে।’’

আব্দুল লতিফ নেজামী বলেন, ‘দেশের আলেমদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তাদের মনে ক্ষোভের সঞ্চার করছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ইসলামী ঐক্যজোট নিজস্ব স্বকীয়তা বজায় রেখে চলবে, কোনও লেজুড়বৃত্তি করবে না।  আমরা প্রাথমিকভাবে ৩০০ আসনের প্রার্থীর তালিকা করেছি। অচিরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’  তিনি বলেন, ‘যারা মানিলন্ডারিং করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।  দেশের মানুষের টাকা যারাই পাচার করবে, আওয়ামী লীগ-বিএনপি জানি না, তাদের বিচার হতেই হবে। সৌদি আরবসহ যেসব দেশে টাকা পাচার হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেসব দেশ থেকে টাকা ফেরত  আনার ব্যবস্থা করতে হবে।’

কওমি মাদ্রসার সনদের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দলের ভাইস চেয়ারম্যান  মাওলানা আবুল হাসনাত আমিনী। তিনি বলেন, ‘স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু অবিলম্বে  জাতীয় সংসদে  আইন পাস করেতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই ২০ দলীয় জোট ত্যাগ করেছি। অনেকে বলেন, আমরা ২০ দলীয় জোট ছেড়ে ভুল করেছি। ২০ দলীয় জোট ছাড়ার পর হাই কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরেছে, পাঠ্যসূচি থেকে নাস্তিক্যবাদী লেখা সরেছে, কওমি সনদের স্বীকৃতি মিলেছে।’

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ