X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সংসদের বিশেষ অধিবেশন ডেকে সড়ক আইন সংশোধনের আহ্বান বি. চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৭:২৬আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৭:৩২



একিউএম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি) জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে নিরাপদ সড়কের জন্য প্রচলিত আইন সংশোধন করার আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার (৫ আগস্ট) দুপুরে বারিধারার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বি. চৌধুরী বলেন, ‘ছাত্রদের নিরাপদ সড়কের দাবি দেশপ্রেম থেকে উৎসারিত ও গণমুখী। ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করছে, তাতে একথা স্পষ্ট হয়েছে যে, পুলিশ ও নিরাপত্তারক্ষাকারী বাহিনীগুলোসহ সরকারের বিভিন্ন গাড়ির অনেক ড্রাইভারের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নেই। সরকারি বিভিন্ন বিভাগের অদক্ষতা ও দুর্নীতি রয়েছে এবং তাদের আন্তরিকতার অভাবও প্রমাণিত হয়েছে। আমরা আশা করবো, সরকার এ থেকে শিক্ষা নেবেন। অবিলম্বে অদক্ষতা ও দুর্নীতি দূর করার ব্যবস্থা করবেন।’
একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতি দিয়ে বি. চৌধুরী বলেন, ‘লাইসেন্স ছাড়া গাড়ি চালকের সংখ্যা ৯ লাখ এবং ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৫ লাখ। শহরের বাইরে ও ভেতরে বাস ও ট্রাকের গতিবেগ অনিয়ন্ত্রিত। ট্রাফিক পুলিশসহ সরকারের অন্য দফতরের লোকজন দুর্নীতি করে অদক্ষদের লাইসেন্স দিচ্ছে।’ তিনি বলেন, ‘অন্যদিকে ইউরোপ, আমেরিকায় বাস, ট্রাকে দুঘর্টনায় মৃত্যুর সংখ্যা খুবই কম। একইভাবে আমাদের দেশে বিআরটিসি বাসে দুর্ঘটনা নেই বললেই চলে। এর কারণ বিআরটিসি বাসের ড্রাইভাররা দক্ষ, অভিজ্ঞ ও লইসেন্সপ্রাপ্ত, বিআরটিসির প্রতিটি গাড়ির ফিটনেস প্রমাণিত। এ ছাড়া তাদের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা নেই।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘এই সমস্যার সমাধান করতে হলে সড়ক পরিবহন খাতে প্রচলিত আইনগুলোর সংস্কার করতে হবে। লাইসেন্সবিহীন ড্রাইভার ও ফিটনেসবিহীন গাড়ির মামলায় তাদের আলাদা একটা শ্রেণি হিসেবে গণ্য করতে হবে।’
যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘সরকার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ ও দলীয় নির্যাতনকারীদের নামিয়ে মস্ত বড় ভুল পদক্ষেপ নিয়েছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে।’
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নৌপরিবহণ মন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘এই লোকটির কারণেই সড়ক পরিবহণ ক্ষেত্রে সব সমস্যার সৃষ্টি হয়েছে। তাকে রক্ষা করার জন্য সরকার নানা বাহানা করছে।’ তিনি ছাত্রদের ৯ দফা সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারন সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, ব্যারিস্টার ওমর ফারুক, আবদুল হান্নান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লা কায়সার, মমিনুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা গোফরানুল হক প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ