X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সম্রাটের কাছ থেকে বহু সাম্রাজ্যের খবর পাওয়া যাবে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ২১:৩৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৫৯

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে কেন্দ্রীয় নেতারা সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট কাকে কী কী দিয়েছেন, তা জাতির  সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘সম্রাটের কাছ থেকে আরও বহু সাম্রাজ্যের খবর পাওয়া যাবে। টপ টু বটমের অনেক খবর পাওয়া যাবে।’ রবিবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে রব বলেন,  ‘অভিযান শুরু হওয়ার ১৫ দিন আগে রাজমনি সিনেমা হলে ভূঁইয়া ম্যানশনে ছিলেন ক্যাসিনো সম্রাট। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর পাহারায় থাকার পর কীভাবে তিনি সেখান থেকে ছদ্মবেশে বের হলেন? কীভাবে চৌদ্দগ্রামের বর্ডার পর্যন্ত পৌঁছালেন? আমাদের বাহিনী কোথায় ছিল? সম্রাটের কাছ থেকে তার সাম্রাজ্যের  খবর জানতে চাই।’

জোটের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা করবে ঐক্যফ্রন্ট

এক বছর বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা করবে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই আলোচনা সভা থেকে জাতীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হবে। রবিবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান জোটটির অন্যতম নেতা ও জেএসডি সভাপতি রব।  

বৈঠকে জোটের বড় শরিক দল বিএনপির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফোনে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে কথা বলেন। এর আগে, ২৮ সেপ্টেম্বরের জোটের বৈঠকেও বিএনপির প্রতিনিধি ছিল না। 

এ বিষয়ে আ স ম রব বলেন, ‘বৈঠকে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মির্জা ফখরুলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন। তিনি জানিয়েছেন, জোটের সব সিদ্ধান্তের সঙ্গে তারা একমত।’

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ অক্টোবর সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট গঠিত হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত এই ফ্রন্টের পাঁচটি শরিক দলের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগ এখন নেই। আগামী ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের এক বছর পূর্তি হবে।

এ প্রসঙ্গে আ স ম রব বলেন, ‘আগামী ১৩ অক্টোবর আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো। ওই দিন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। সেখান থেকে পরবর্তী করণীয় এবং এই জুয়াড়ি সরকার, অবৈধ সরকারের পদত্যাগ ও জাতীয় সরকারের বিষয়ে সিদ্ধান্ত আসবে। মানুষ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। তারা মাঠে নামার জন্য তৈরি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রব বলেন, ‘এ বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করতে পারিনি। তবে, বন্ধুরাষ্ট্র হিসেবে দ্বিপাক্ষিকভাবে তাদের স্বার্থ ও আমাদের স্বার্থ রক্ষা হয়, প্রধানমন্ত্রীর সফরে এটাই আশা করি। শুধু একতরফা কারও স্বার্থ যেন রক্ষা করা না হয়।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নগর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্প ধারার একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমীন বেপারী প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামলার শিকার ফিকোর আরও একটি অস্ত্রোপচার
হামলার শিকার ফিকোর আরও একটি অস্ত্রোপচার
মুম্বাইয়ের হারের পর হার্দিককে নিষেধাজ্ঞা
মুম্বাইয়ের হারের পর হার্দিককে নিষেধাজ্ঞা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন