X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রেজা-নূরের দলে নতুন কী?

সালমান তারেক শাকিল ও সাদ্দিফ অভি
২৬ অক্টোবর ২০২১, ২২:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:০৯

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ হয়েছে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে একটি নতুন দলের। গত সেপ্টেম্বরের শেষ দিকে দলটির আত্মপ্রকাশ হওয়ার কথা থাকলেও দফায়-দফায় তা পিছিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার (২৬ অক্টোবর) পুরানা পল্টনের প্রিতম-জামান ভবনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সামনে এসেছে প্রায় দুই বছরের এই উদ্যোগটি।

নতুন এই দলের খসড়া কর্মসূচিতে ২১ দফা যুক্ত করা হয়েছে। যার প্রত্যেকটি প্রায় কোনও না কোনও রাজনৈতিক দলের কর্মসূচির সঙ্গে প্রায় সমধর্মী। খসড়া কর্মসূচিতে ব্যতিক্রম কেবল ৫ নম্বর দফার দ্বিতীয় অংশটি। এই অংশে বলা হয়েছে— ‘রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান একইসঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না; কোনও ব্যক্তি দুই মেয়াদের (১০ বছর) অধিক সরকার প্রধান কিংবা পাঁচ মেয়াদের (১০ বছর) বেশি দলীয় প্রধান বা অন্য কোনও পদ বা একাধিক পদে মিলিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।’

রাজনৈতিক দলগুলোর সূত্র বলছে, দলীয় প্রধানের পদে থাকার বিষয়ে এ ধরনের কর্মসূচি এই প্রথম কোনও রাজনৈতিক সংগঠন দিয়েছে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আমরা এই চর্চা শুরু করেছি। অন্য দলগুলোও যদি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যেতে চায়, তারাও এটা ফলো করতে পারে। আমরা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই এই বিষয়টিকে কর্মসূচি আকারে যুক্ত করেছি।’

ঘোষণাপত্রে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে, ‘বাংলাদেশ রাষ্ট্র এক দীর্ঘস্থায়ী বিপদে পড়েছে। জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর মতো প্রতিষ্ঠানের দলনিরপেক্ষ বলে যে অবস্থান নেওয়ার কথা ছিল, তা আজ নেই।’

গণ অধিকার পরিষদের ২১ দফা খসড়া কর্মসূচি

আত্মপ্রকাশকালে বাংলাদেশ গণ অধিকার পরিষদ ২১ দফা খসড়া কর্মসূচি ঘোষণা করে।  এরমধ্যে উল্লেখযোগ্য অংশ হচ্ছে— গণতন্ত্র ও ভোটাধিকার। সংগঠনটির খসড়া কর্মসূচিতে এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে— ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’ গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।

দলের নতুন আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয়, আমরা সেই নির্বাচনে যাবো না।’

খসড়া কর্মসূচিতে আরও  বাকি যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ন্যায়বিচার ও সুশাসন, নারী অধিকার, সংখ্যালঘু জাতিসত্ত্বা ও ধর্মাবলম্বী। সংখ্যালঘু জাতিসত্ত্বা ও ধর্মাবলম্বী পর্বে সংগঠনটি উল্লেখ করেছে— সহনশীলতার নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। খসড়া কর্মসূচিতে রয়েছে— ক্ষমতার ভারসাম্য, দুর্নীতি প্রতিরোধ, গণমাধ্যম ও বাক স্বাধীনতা। 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. রেজা কিবরিয়া, ছবি: সাদ্দিফ অভি

খসড়ার পররাষ্ট্রনীতি পর্বে বলা হয়েছে, বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচার ও সীমান্ত হত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।

খসড়া কর্মসূচিতে আরও রয়েছে— জনস্বাস্থ্য সেবা, দখল ও দূষণ প্রতিরোধ, খাদ্য ও পুষ্টি ও জ্বালানি, খনিজ ও প্রাকৃতিক সম্পদের বিষয়গুলো।

বাংলাদেশ গণ অধিকার পরিষদের দায়িত্বশীলসূত্র জানায়, খসড়া কর্মসূচি কাউন্সিলের মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে। এর আগে আরও সংযোজন ও বিয়োজন হবে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সূত্রগুলো বলছে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য ডান-বাম ও ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর মতো প্রায় সমধর্মী কর্মসূচি দিয়েছে গণ অধিকার পরিষদ। সেক্ষেত্রে নতুনত্ব বা ভিন্ন প্রায় কম।

রাজনৈতিক বিশ্লেষক সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের ভাষ্য— দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো অনেকটাই দেওলিয়া হয়ে গেছে। এই দলগুলো গণতান্ত্রিক নয়, কাজে স্বচ্ছতা নেই। কারও প্রতি তাদের কোনও দায়বদ্ধতাও নেই। যে কারণে এই দলগুলোর মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’

অধ্যাপক মজুমদার বলেন, ‘সেদিক থেকে নতুন দল— বাংলাদেশ গণ অধিকার পরিষদ যদি গণতান্ত্রিক হয়, দলের ভেতরে স্বচ্ছতা সৃষ্টি করতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে, আদর্শিক ও সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে— তাহলে নিশ্চয়ই স্বাগত জানাবো। আর যদি না হয়— তাহলে আরেকটা রাজনৈতিক দল হবে, তাতে দেশ ও দেশের মানুষের কিছু আসে যাবে না।’

অধ্যাপক বদিউল আলম মজুমদারের মন্তব্য— রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। সে কারণে আগে দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

নতুন দলের ঘোষণাকালে দলটির ২১ দফা খসড়া কর্মসূচি পাঠ করেন যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান। নতুন সংগঠনের চারটি মূলনীতির কথা জানান তিনি। এগুলো হচ্ছে— গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ।

নতুন ঘোষিত দলের নতুনত্ব কী, এ প্রশ্ন ছিল গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার কাছে। তিনি জানান, নতুন দলের চারটি বিষয়ই নতুন।

রেজা কিবরিয়া বলেন, ‘দেশটাকে গত ৫০ বছর যারা পরিচালনা করেছেন, আমরা সেই পরিচালনা নীতিতে পরিবর্তন আনবো। এই পরিবর্তন আসবে প্রশাসনিক, বৈষম্য বেড়েছে; আমরা বৈষম্য নির্মূল করবো। দেশের স্বার্থকে সামনে রেখে প্রাধান্য দিয়ে রাজনীতি করবো। গত ১২ বছর ধরে মানুষের অধিকারকে নষ্ট করা হয়েছে, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করবো।’

নতুন দলের কর্মসূচি ঠিক হবে আরও কিছুদিন পর

মঙ্গলবার নতুন দলের ঘোষণার পর রাজনৈতিকসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন, শুভেচ্ছাবার্তা পাচ্ছেন নুরুল হক নুর। ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা এই নেতা দেশের রাজনীতিকদের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন বলে জানান। নুর বলেন, ‘নতুন দলের ঘোষণার পর সাড়া পাচ্ছি। অনেকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।’

নতুন দলের প্রথম কর্মসূচি কবে আসছে— এমন প্রশ্নের জবাবে নুর বলেন, ‘আমরা কেবল আত্মপ্রকাশ করেছি। কী কর্মসূচির মাধ্যমে আমরা সক্রিয় হবো, এটা নিয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আলোচনা করে ঠিক করবে।’

প্রসঙ্গত, নতুন দল গঠনের দিনই মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক রেজা কিবরিয়ার গুলশানের বাসভবনে সাংগঠনিক জরুরি বৈঠক সেরে নিয়েছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা।

 

 

 

 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?