X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দেশকে অস্থিতিশীল করতে মন্দিরে হামলা: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ২০:২০আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:২০

দেশকে অস্থিতিশীল করার জন্যে পরিকল্পিতভাবে সারাদেশে মন্দির ও  হিন্দুদের বাড়িতে  হামলার  ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বুধবার (২৭ অক্টোবর)  পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সংকট উত্তরণের লক্ষ্যে করণীয় নির্ধারণে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, ‘সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পূজামণ্ডপে কোরআন রাখা ও পরবর্তীতে সারাদেশে হামলা-অগ্নিসংযোগ ঘটনার অবতারণা করা হয়েছে। একথা স্পষ্ট যে, এসকল ঘটনায় ধর্মভিত্তিক কোনও দল, সংগঠন বা ধর্মপ্রাণ নাগিরক জড়িত নয়।  কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশে নতুন করে সংকটের শুরু। চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশের গুলিতে ৫ জন নিহত, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ এবং রংপুরের মাঝি পল্লিতে অগ্নিসংযোগকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারে একটি মহল তৎপর।’

দেশবিরোধী চক্রান্ত মোকাবিলা ও চলমান সংকট উত্তরণে  চরমোনাই পীর আগামী ১৭ নভেম্বর ঢাকায় জাতীয় সেমিনারের কর্মসূচি ঘোষণা করেন।

বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, ‘দেশে যেসব ঘটনার অবতারণা তা সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক বলে রঙ দেওয়া হয়েছে। এর সঙ্গে ধর্মপ্রাণ মানুষ জড়িত নয়।’

ইসলামী আন্দেআলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, ‘বাংলাদেশের ওপর কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছে। কুমিল্লার ঘটনা একটি ষড়যন্ত্র।’

বেফাকুল মাদারিসে দ্বীনিয়ার মহাসচিব মুফতি মোহাম্মদ আলী বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলামের সঙ্গে কুমিল্লার ঘটনার কোনও সম্পর্ক নেই।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলনের মহাসচিব  মাওলানা ইউনুছ আহমাদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী,  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস  আব্দুল হক আজাদ, প্রখ্যাত গবেষক ড. মাওলানা মুশতাক আহমদ, গবেষক-রাজনীতিক অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋতুপর্ণা ইউ বিউটি!
ঋতুপর্ণা ইউ বিউটি!
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
গাজায় বিদ্রোহী গোষ্ঠীর নেতাকে আত্মসমর্পণের নির্দেশ দিলো হামাস
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি