X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সংলাপে যাবে না বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:০২

নির্বাচন কমিশন গঠনের ইস্যুতে রাষ্ট্রপতির সংলাপে যাবে না বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। তাদের সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে রাষ্ট্রপতির দফতরে জানিয়ে দিয়েছে দলটি। একইসঙ্গে বাসদ এর আগে রাষ্ট্রপতির সঙ্গে দুইবার সংলাপে গিয়ে যেসব প্রস্তাবনা তুলে ধরেছিল, তা বাস্তবায়নের দাবি জানিয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাসদ। দলের সাধারণ সম্পাদক  খালেকুজ্জামানও  বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

খালেকুজ্জামান বলেন, ‘এর আগে দুই বার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছি। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গেও সংলাপে গিয়েছি। ওই সব সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, তা এখনও বাস্তবায়ন হয়নি। এ কারণে সংলাপে গিয়ে কোনও লাভ হবে বলে মনে হয় না।’

তিনি বলেন, ‘আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সেটা এখনও ভেলিড। এজন্য আমরা রাষ্ট্রপতির দফতরকে চিঠি দিয়ে বলেছি, খামাখা সংলাপে গিয়ে আমরা  রাষ্ট্রপতির সময় নষ্ট করতে চাই না। উনার ক্ষমতা সীমিত সেটাও আমরা জানি। তাই চাইলে আমাদের আগের সেই প্রস্তাবনাগুলোই বাস্তবায়ন করতে পারেন।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কম হলেও আমাদের দলীয় কর্মী-সমর্থক রয়েছে। সংলাপে গিয়ে কী বললাম, কেন তা বাস্তবায়ন হলো না, এসব জবাবদিহি আমাদের করতে হয়।’

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে  খালেকুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতির দফতর বঙ্গভবনে চিঠি দেওয়া হয়েছে।’

বাসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সংলাপে অংশগ্রহণের জন্য বঙ্গভবন থেকে গত ১৯ ডিসেম্বর এ পাঠানো এক চিঠিতে রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বাসদকে আমন্ত্রণ জানানো হয়। ওইদিন দলের সাত জন প্রতিনিধি নিয়ে মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়।’

খালেকুজ্জামান বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসদের পক্ষ থেকে বলা হয়, ২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনও বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতির উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতি দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। ইতোমধ্যে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন। আরও  ৬টি দলের সংঙ্গে সংলাপের সিডিউল করা হয়েছে।  এর মধ্যে ইসিতে নিবন্ধিত ১৭ নম্বর দল বাসদের সঙ্গে ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সংলাপের কথা ছিল।

/ইএইটএস/এপিএইচ/
সম্পর্কিত
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
পিতৃত্বকালীন ছুটি এখন বাস্তবতা
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা