X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘সুষ্ঠু নির্বাচনের সংকট সংবিধানেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ২০:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:০২

রাজনৈতিক সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে– সুষ্ঠু নির্বাচনের সংকট আইন তৈরিতে নয়, মূল সমস্যা হলো সংবিধানের বিদ্যমান ক্ষমতা কাঠামো। সদ্য পাস হওয়া নির্বাচন কমিশন আইন বা অন্য কোনও ভালো আইন কিংবা কোনও ভালো ব্যক্তি বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব অবস্থান ব্যক্ত করেছে সংগঠনটি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাদের দৃষ্টিতে, “বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন কমিশন গঠন। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে। জাতীয় সংসদে পাস হওয়া বিলে ‘সার্চ কমিটি’র মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। অথচ দুই-দুইবার দীর্ঘ সময় নিয়ে সংলাপ করে ‘সার্চ কমিটি’র মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন পরিচালিত গত দুটি নির্বাচন আমাদের স্পষ্ট বার্তা দেয় যে, পদ্ধতিটি ব্যর্থ হয়েছে। কিন্তু সরকার এই ব্যর্থ পদ্ধতিই এবার আইন করে জাতির ঘাড়ে চাপানোর ব্যবস্থা করেছে।”

সংগঠনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বর্তমান পরিস্থিতি উত্তরণে আবারও ১৯৯০ সালের মতো নির্বাচন করলেও চলবে না। এর স্থায়ী সমাধান হলো, ১৯৭০ সালের মতো সংবিধান সভা নির্বাচন করে বর্তমান সংবিধান সংস্কার করা। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের নির্বাচন শুধু ঐক্যমতের ভিত্তিতে গঠিত জাতীয় সরকারের অধীনেই আয়োজন করা সম্ভব। কিন্তু কোনোভাবেই এই সরকারকে ক্ষমতায় রেখে নয়।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা