X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনের ৯ বছরে পদার্পণ উল্লেখযোগ্য দৃষ্টান্ত: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ১৬:১৩আপডেট : ১৩ মে ২০২২, ১৯:০৯

বাংলা ট্রিবিউনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আসম আবদুর রব। শুক্রবার (১৩ মে)   এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘আমি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও সাংবাদিকসহ সবাইকে হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন প্রচণ্ড প্রতিকূলতা মোকাবিলা ও সাংবাদিকতার কর্তব্য সম্পাদন করে এগিয়ে যাচ্ছে, যা অভিনন্দনযোগ্য। বিদ্যমান সামাজিক বাস্তবতায় একটি পত্রিকার ৯ বছরে পদার্পণ, আসলেই একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত।’

তিনি উল্লেখ করেন, আমাদের মতো সংবিধানভিত্তিক রাষ্ট্রগুলোতে বাক ও ব্যক্তিস্বাধীনতাসহ মত প্রকাশের স্বাধীনতার ওপর সরকার অপরিহার্যভাবে নিয়ন্ত্রণের খড়গ নিয়ে আসে এবং ভয়-ভীতির সংস্কৃতি চালু করে।’

শুভেচ্ছা বার্তায়  আ স ম রব বলেন, ‘যেহেতু আমাদের দেশে গণমাধ্যমের অসীম প্রভাব রয়েছে, সে জন্যেই গণমাধ্যমের সঙ্গে সবসময় একটা বিপদ জড়িয়ে থাকে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে গণমাধ্যমকে অবশ্যই জনগণের অধিকার নিয়ত রক্ষা করতে হবে। জীবনের মর্যাদা সুরক্ষায় সংবাদ পরিবেশন করতে হবে। গণতন্ত্র এবং মানুষের মর্যাদার স্বীকৃতি হচ্ছে অপরিহার্য। সংবাদপত্রকে রাজনীতি, অর্থনীতি, মতাদর্শিক এবং ভূ-রাজনৈতিক প্রতিটি প্রশ্নে সঠিক তথ্য উপস্থাপন করে জনগণকে অবহিত রাখতে হবে।’

তিনি যোগ করেন, বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছাড়া প্রগতিশীল মানবিক সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। তথ্যবিহীন একটি সমাজকে ক্রমাগত সত্য থেকে বিচ্ছিন্ন এবং রাষ্ট্রকে একটা আস্থাবিহীন প্রতিষ্ঠানে পরিণত করে।’

বার্তায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘সাংবাদিকদের অবশ্যই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের প্রতি অবিচল থাকতে হবে। একান্তভাবে নিয়োজিত থাকতে হবে এবং সংকট মোকাবিলায় সাহসী হতে হবে। সরকারি নকশায় অনুগত গণমাধ্যম গড়ে তোলার বিরুদ্ধে সংবাদপত্র ও সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আহ্বান জানিয়ে রব বলেন, ‘প্রচলিত অপশাসন, বিধিনিষেধকে উপেক্ষা করে, ক্ষমতা বলয়ের মুখোমুখি দাঁড়িয়ে অধিকারহীনদের অধিকারের কথা বলতে হবে। ব্যক্তিগত হুমকি উপেক্ষা করে সব ধরনের নিয়ন্ত্রণের শেকল ছিড়ে ফেলে সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। রাষ্ট্রকে অবশ্যই জনস্বার্থের সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী সংস্থায় গণমাধ্যমের প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে।’

‘সত্য ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ও বাঙালির তৃতীয় জাগরণে বাংলা ট্রিবিউন সত্য ও ন্যায়ের পক্ষে থাকুক এ প্রত্যাশা করছি,’ শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন আ স ম আবদুর রব।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
নৌকা নিয়ে সরকারের এখন মানুষের কাছে যাওয়ার সাহস নেই: আমির খসরু
দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে: আ স ম রব
সর্বত্র সিন্ডিকেট তৈরি করে ক্ষমতা টিকিয়ে রেখেছে সরকার: গণতন্ত্র মঞ্চ
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া