X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঢাবিতে গেস্টরুমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৫:৫৮আপডেট : ১৬ মে ২০২২, ১৫:৫৮

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী সিয়ামসহ  হলে হলে গেস্টরুম সংস্কৃতির নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের অভিযোগের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। (ঢাবি)।

সোমবার (১৬মে) সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

ছাত্রদল সভাপতি কাজী রওনক ইসলাম শ্রাবণ বলেন, ‘বিজয় একাত্তর হলের মেধাবী শিক্ষার্থী সিয়ামের ওপর যে বর্বরতা সৃষ্টি করেছে ছাত্রলীগ, তার নিন্দা জানাই। ইতোমধ্যেই ছাত্রলীগ সারা দেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিগণিত হয়েছে।’ তিনি ঢাবি ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই,আপনারা নিজেদের সংযত করেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়ার প্রতি সহমর্মিতা প্রকাশ করুন, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন।’

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘আমরা গত ১৫ বছর ধরে প্রতিবাদ করছি। তাদের (ছাত্রলীগের) শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা নেই, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তাদের কাছে বিচার চেয়ে লাভ হয়নি। তাই জাতীয়তাবাদী ছাত্রদল হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়। আর কোনও মেধাবী শিক্ষার্থীর ওপর যদি হামলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল তার সমুচিত জবাব দেবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি