X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে গেস্টরুমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৫:৫৮আপডেট : ১৬ মে ২০২২, ১৫:৫৮

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী সিয়ামসহ  হলে হলে গেস্টরুম সংস্কৃতির নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতনের অভিযোগের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। (ঢাবি)।

সোমবার (১৬মে) সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

ছাত্রদল সভাপতি কাজী রওনক ইসলাম শ্রাবণ বলেন, ‘বিজয় একাত্তর হলের মেধাবী শিক্ষার্থী সিয়ামের ওপর যে বর্বরতা সৃষ্টি করেছে ছাত্রলীগ, তার নিন্দা জানাই। ইতোমধ্যেই ছাত্রলীগ সারা দেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিগণিত হয়েছে।’ তিনি ঢাবি ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই,আপনারা নিজেদের সংযত করেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়ার প্রতি সহমর্মিতা প্রকাশ করুন, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন।’

সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘আমরা গত ১৫ বছর ধরে প্রতিবাদ করছি। তাদের (ছাত্রলীগের) শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা নেই, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তাদের কাছে বিচার চেয়ে লাভ হয়নি। তাই জাতীয়তাবাদী ছাত্রদল হুঁশিয়ারি উচ্চারণ করতে চায়। আর কোনও মেধাবী শিক্ষার্থীর ওপর যদি হামলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল তার সমুচিত জবাব দেবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
ছাত্রদলের ‘সংহতি’ প্রত্যাখ্যান বুয়েট শিক্ষার্থীদের
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর আগে সব দলের সহাবস্থান চায় ছাত্রদল
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস