X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ক্ষমা চাইলে জামায়াতের শক্তি বাড়বে: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৮:০৩আপডেট : ২২ জুন ২০২২, ১৮:১৫

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াত দেশবাসীর কাছে ক্ষমা চাইলে দলটির শক্তি অনেক বৃদ্ধি পাবে। তিনি বলেন, ‘জনসাধারণের সামনে আবারও তাদের ক্ষমা চাইতে হবে। এখনকার নেতারা তো মানবতাবিরোধী অপরাধ করেনি। তাদের পিতৃ-পুরুষরা করেছেন।’

বুধবার (২২ জুন) ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে (মান্নান হলে) এবি পার্টির উদ্যোগে ‘বন্যা ও জলাবদ্ধতার দায় সরকারের, মানবিক সংকট মোকাবিলায় সর্বোচ্চ অর্থ ও খাদ্য বরাদ্দের দাবিতে’ এক নাগরিক সংলাপে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘জামায়াতের গোলাম আজমের সঙ্গে আমার একদিন কথা হয়েছিল। আমি উনাকে বলেছিলাম—ভুল হয়েছে, ক্ষমা চান না কেন? তিনি বললেন, ‘ক্ষমা তো একবার চেয়েছি।’ আমি বললাম, আমি তো দেখিনি। তখন তিনি বললেন, ‘আবারও চাইতে পারি।’ জামায়াত ক্ষমা চাইলে তাদের শক্তি আরও বৃদ্ধি হবে। সামনে গণতান্ত্রিক আন্দোলনে সব দলকেই শরিক হতে হবে। এতে আন্দোলনের শক্তি বাড়বে।’’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী, নদী বিশেষজ্ঞ প্রকৌশলী ইনামুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা ও মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহসহ বিশিষ্ট নাগরিকরা।

রাজনৈতিক বিশ্লেষণ প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, ‘আমাদের সেই সরকার কোথায়,  যে সরকার জনগণের কথা চিন্তা করবে? রাজনীতিবিদ  হলো সেই, যে মানুষ জনগণের পালস রিভিউ করতে পারে। মানুষ কী চায় সেটা জানতে পারে।’

বন্যা ব্যবস্থাপনায় এবি পার্টি আয়োজিত  (আমার বাংলাদেশ পার্টি) নাগরিক সংলাপে ১৪ দফা প্রস্তাব উপস্থাপন করেন এ এফ এম সোলায়মান চৌধুরী।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে