X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

‘শুভ জন্মদিন তিমির হননের নেত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে ‘সম্প্রীতি বাংলাদেশ’। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শুভ জন্মদিন তিমির হননের নেত্রী’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন প্রফেসর হারুন অর রশিদ, প্রফেসর মাহফুজা খাতুন, মাওলানা আজাদ, প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর নিজামুল হক, সৈয়দ বোরহান কবির, প্রফেসর সাদেকা হালিম, ড. উত্তম বড়ুয়া ও ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হলে বাংলাদেশকে জানতে হবে’ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, আমাদের মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধু জীবিত থাকলে আরও আগেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতেন। এখনই সময়, দুশমনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সময় এসেছে আমাদের আবারও ১৯৫২, ১৯৫৪, ১৯৬৯ এবং ১৯৭১-এর মতো একতাবদ্ধ হয়ে হিংস্র শকুনের দলকে রুঁখে দেওয়ার।’ ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সব ধর্মের’ বলেও উল্লেখ করে তিনি।

তিনি বলেন, ‘গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই। সব দলকে নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করতে চান।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান। 

আলোচনায় অন্য বক্তারা বলেন, আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তিনি হলেন তিমির হননের নেত্রী; যিনি অর্থনীতিতে সফল, গণতন্ত্রের নেত্রী। বিশ্ব নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। ১৯৮১ সালে দেশে ফিরেছিলেন বলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে প্রশংসিত।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
ঢাবিতে মেট্রোরেল স্টেশন: শেখ হাসিনাকে ধন্যবাদ শিক্ষার্থীদের
ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজউইকে প্রধানমন্ত্রীর নিবন্ধজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান
সর্বশেষ খবর
যশোরের ছয় আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল
যশোরের ছয় আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল
মেজর আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল
মেজর আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল
সংসদে বিরোধী দল হওয়াই লক্ষ্য বিএনএফের
সংসদে বিরোধী দল হওয়াই লক্ষ্য বিএনএফের
রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত
রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত
সর্বাধিক পঠিত
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
হঠাৎ নড়েচড়ে বসেছে ইসি
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর ছেলে দিপু মারা গেছেন
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর ছেলে দিপু মারা গেছেন
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল