X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ছাত্র অধিকার পরিষদের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৭:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৮:৫৪

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে ছাত্র অধিকার পরিষদের সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্র অধিকার পরিষদের নেতাদের গঠন করা ‘শহীদ আবরার ফাহাদ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে স্মরণসভাটির আয়োজন করা হয়। সংসদের আহ্বায়ক আখতার হোসেন অভিযোগ করেছেন, তাদের পূর্বনির্ধারিত এই সভায় লাঠিসোটা নিয়ে হামলা করেছেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। স্মরণ সভা শুরু হওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সামনেই এ হামলা হয়।

তিনি বলেন, ‘হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। এই ন্যাক্কারজনক হামলায় তাদের ধিক্কার জানাই আমরা।’

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। কর্মীদের লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে তারা।’

আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের নেতৃত্বে হামলা হয়। এতে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেয়। হামলা থেকে বাঁচতে আবরার ফরহাদের স্মরণ সভায় আসা লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। দৌড়ে পালানোর সময়ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

ছবি: বাংলা ট্রিবিউন

জানা গেছে, স্মরণ সভায় আসা লোকজন ঢাবি শিক্ষার্থী কি-না, সেটি জানতে চায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরবর্তী সময়ে মারপিটে রূপ নেয়। পরে অতর্কিত হামলার মুখে স্মরণ সভা পণ্ড হয়ে গেলে চেয়ার ভাঙচুর এবং ব্যানার জ্বালিয়ে দেওয়া হয়।

তবে নেতাকর্মী নিয়ে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলা চায় না। বহিরাগত, অছাত্র ও জঙ্গি আখ্যা পাওয়ারা এই সভায় যোগ দিয়েছে। আয়োজকরা ঢাবি শিক্ষার্থী কিনা জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা হামলা করিনি।

তিনি আরও বলেন, ‘স্মরণসভায় আসা লোকজনের উসকানিমূলক কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে মর্মাহত করেছে। এখানকার শিক্ষার্থীরা সব ধরনের মৌলবাদ, সাম্প্রদায়িকতা প্রতিহত করবে।’

হামলার পর ঘটনাস্থলে একদল পুলিশ আসলেও তারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল