X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আমাদের কোনও কর্মীর বিরুদ্ধে মামলা নেই: মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ২১:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:১৮

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি বলেছেন, ‘বিকল্পধারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আকারে বড় দল হলেও তারা বড় নয়। বিকল্পধারা ছোট দল হলেও গুণে ও মহত্বে অনেক ওপরে রয়েছে। বিকল্পধারা মানুষের জন্য কাজ করে। বিকল্পধারার কোনও বদনাম নাই। বিকল্পধারার কোনও সদস্য খুন  বা অন্যায় করে জেলে যায় নাই। আমাদের কোনও কর্মীর বিরুদ্ধে মামলা নাই।

কিন্তু অন্যান্য দলে অনেক খুন-খারাপি, মারামারি, কাটাকাটি আছে, ক্ষমতার জন্য, লাভের জন্য এবং লোভের জন্য।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকল্পধারার মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান এসব কথা বলেন।

বিকল্পধারার মহাসচিব বলেন, ‘বিকল্পধারা রাজনীতির পরিচ্ছন্ন পুরুষ বি. চৌধুরীর সৃষ্ট। তার আদর্শ ও চারিত্রিক গুণাবলি দলের সবাই অনুসরণ করে। আমরা মনে-প্রাণে বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জনগণের জন্য আমরা কাজ করি।’

মেজর (অব.) মান্নান বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি— তিন দলই ক্ষমতায় ছিল। কিন্তু তারা জনগণের চাহিদা পূরণ করতে পারে নাই। আমরা বিকল্প একটা শক্তি চালু করেছি, বিকল্পধারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পার্লামেন্টে গিয়ে জনগণের কথা বলবে।’

শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে মধ্য বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন— বিকল্পধারার জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এনায়েত কবির, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সদস্য সচিব নূর মোহাম্মদ, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, তসলিমা আক্তার, নাজনীন সাবলিনা, মালতি বাড়ৈ, ফারজানা আক্তার, জামাল, উজ্জ্বল, হাফিজুর, হাকিম, শেখ রুবেল, জাকির বিল্লাল।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় বিকল্প ধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নান কারাগারে
বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 
সহিংস রাজনীতি মঙ্গল বয়ে আনে না: বি. চৌধুরী
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে