X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সুপ্রিম পার্টির ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৩, ১৭:৩২আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৮:০০

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য চূড়ান্ত হওয়া দুটি দলের একটি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টির বিরুদ্ধে অনেকেই বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত। তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এবং নির্বাচন কমিশনে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য দাখিল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করে নির্বাচন কমিশন, সরকার, দেশের আইন আদালতকে প্রশ্নবিদ্ধ ও প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অপপ্রচারকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দরখাস্ত প্রত্যাহারসহ সংবাদ সম্মেলন করে জাতির সামনে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (২২ জুলাই) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে ‘দেশ বিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার’-এর প্রতিবাদে ও ‘দেশদ্রোহী মোসাদ এজেন্টদের শাস্তি এবং সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন’-এর দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলের আগে এক সমাবেশে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ‘বাংলাদেশের মানুষের আন্দোলনের মাধ্যমে এ দেশে ১৯৯৬ সনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটা ছিল বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, রাজনীতিবিদদের জন্য অবমাননাকর একটি ব্যবস্থা। তারপরও রাজনীতিবিদ ও দেশের মানুষ তা মেনে নিয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থে অংশগ্রহণমুলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।’

সাইফুদ্দীন আহমদ উল্লেখ করেন, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি চায় বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথের ভূমিকায় না রেখে কার্যত স্বাধীন ও শক্তিশালী করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনেরও প্রস্তাব করছি।’

অনুষ্ঠান থেকে আগামী রবিবার (২৩ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম পার্টির বিরুদ্ধে সকল অপপ্রচারের বিষয়ে দেশবাসীকে জানানোর ঘোষণা দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) আগামী ২৮ জুলাই চট্টগ্রামে, ১ আগস্ট মুন্সিগঞ্জে, ৭ আগস্ট গাজীপুরে ও ৮ আগস্ট কুমিল্লায় জন সমাবেশ করার কথা জানিয়েছে দলটি।

বাংলাদেশ সুপ্রিম পার্টির সমাবেশে অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারীর সঞ্চালনায় বক্তব্য দেন, বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাবেক এমপি লায়ন এমএ আউয়াল, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক (রিফাত) ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানীসহ বিভিন্ন দলের নেতারা।

বিএসপির মিছিল

প্রসঙ্গত, গত ১৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নিবন্ধন না পাওয়া ১০ দলের আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘রাজপথে আন্দোলন-সংগ্রামে ক্রিয়াশীল দলগুলোকে বাদ দিয়ে অখ্যাত দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন।’ এ অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা।

তারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়া দলগুলো জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও করবে। একইসঙ্গে তারা অভিযোগ করেছেন, সরকারি দলের সুপারিশ মোতাবেক নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়নি। সংবাদ সম্মেলনে ১০ দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে গণঅধিকার পরিষদ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামলার শিকার ফিকোর আরও একটি অস্ত্রোপচার
হামলার শিকার ফিকোর আরও একটি অস্ত্রোপচার
মুম্বাইয়ের হারের পর হার্দিককে নিষেধাজ্ঞা
মুম্বাইয়ের হারের পর হার্দিককে নিষেধাজ্ঞা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন