চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রতিস্থাপন করে জনগণের সঙ্গে প্রতারণা করছে আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ করেছে গণফোরাম (একাংশ)।
মঙ্গলবার (৮ আগস্ট) গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার সিকিউরিটি আইনে প্রতিস্থাপনের তীব্র সমালোচনা করেন।
গণফোরামের দুই শীর্ষ নেতা বলেন, চরিত্র পরিবর্তন না করে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনকে নতুন রূপে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রতিস্থাপন করে জনগণের সঙ্গে প্রতারণা করছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার।
তারা বলেন, দেশব্যাপী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তোলায় রাজচালাকি করে নিবর্তনের নতুন কৌশল অবলম্বন করেছে গণবিরোধী সরকার।