X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন নয়, বাতিলের দাবি বাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৩, ১৬:৪৯আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৬:৪৯

ডিজিটাল নিরাপত্তা আইন ‘পরিবর্তনের নামে’ একই রকম নিবর্তনমূলক সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের ‘চক্রান্তের’ বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এই আইনটি বাতিলের দাবি জানিয়েছে উল্লেখ করে সমাবেশে নেতারা বলেন, ‘দেশি-বিদেশি নানামুখী চাপে পড়ে সরকার এই দমনমূলক আইনটি বাতিল না করে পরিবর্তনের মাধ্যমে কৌশলে একই ধরনের নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে গত সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ৬০টি ধারার সবগুলোই নতুন সাইবার নিরাপত্তা আইনে থাকবে। শুধু অজামিনযোগ্য আটটি ধারা জামিনযোগ্য করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে শাস্তির মাত্রা কিছুটা কমিয়ে জেল জরিমানার জায়গায় শুধু জরিমানা করা হয়েছে। ডিএসএর ২১ ও ২৮ ধারা দুটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার।’

বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য ফন্দি-ফিকির করছে বলেও অভিযোগ করেন নেতারা। তারা বলছেন, ক্ষমতায় থেকেই জাতীয় নির্বাচন করার চেষ্টা করছে। ফলে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের জনগণের যে লড়াই তাকে দমন করার জন্যই সাইবার সিকিউরিটি আইনটি করার চেষ্টা করছে। অতীতের স্বৈরশাসকদের মতই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা ও বিরোধীমতকে দমন করার কাজে ব্যবহৃত হবে।

নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক কানাকানগুলো বাতিল ও একই ধরনের দমনমূলক সাইবার নিরাপত্তা আইন করার সরকারের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য সকল প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস ও সদস্য জুলফিকার আলী।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
নির্বাচন বাতিলের দাবিতে রংপুরে বামজোটের বিক্ষোভ
প্রহসনের এই নির্বাচনে জনগণের ন্যূনতম আগ্রহ নেই: বামজোট
সর্বশেষ খবর
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার