আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, গণবিরোধী তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালনে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এই মিছিল করে দল দুটি।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ইতোমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে মহা নাটক শুরু করেছে। শেখ হাসিনা সরকার দেশের ১৮ কোটি জনগণের কাছে ধরা পড়ে গেছে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কোনও নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এ দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবেই হবে।
আরও বক্তব্য দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।