X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পুলিশের বাধায় গণসংহতির কর্মসূচি পণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৪:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪:১৫

হরতালের সমর্থনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটি সমাবেশ করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। পুলিশ বলছে, রাস্তা বন্ধ করে সমাবেশ করার চেষ্টা করায় তাদের সরে যেতে বলা হয়েছে।

হরতালের সমর্থনে মিছিল শেষে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ প্রথমে তাদের রাস্তা ছেড়ে দাঁড়াতে বলে। পরে তারা এক পাশে দাঁড়িয়ে সমাবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। এক পর্যায়ে দলের এক কর্মী ভিডিও করায় পুলিশ তাকে ধরার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। পরে গণসংহতির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করে চলে যান।

গণসংহতি আন্দোলরেন নেতাকর্মীরা

এ বিষয়ে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, ‘শান্তিপূর্ণ মিছিলের পর প্রেসক্লাবের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। পুলিশ রাস্তা ছেড়ে দিতে বলার পর আমরা রাস্তা ছেড়ে দেই। তারপরও পুলিশ আমাদের ওপর চড়াও হয়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের কয়েকজন কর্মীকে ধরার চেষ্টা করে। নারী কর্মীদের ধাক্কা দেয় এবং সমাবেশ করতে বাধা দেয়। পরে আমরা সেখানে সমাবেশ না করে মিছিল নিয়ে যখন চলে যাচ্ছিলাম, তখনও তারা পেছন থেকে আমাদের মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একতরফা নির্বাচন আয়োজনের জন্য এমন উস্কানি, ষড়যন্ত্র আরও কিছুদিন চলবে। তবে এসব করে সরকার সফল হবে না।’

বাধা দেওয়ার প্রসঙ্গে শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘তারা এখানে রাস্তা বন্ধ করে অসৎ উদ্দেশ্যে পুলিশকে প্রলুব্দ করার চেষ্টা করছিল। পুলিশ রাস্তা থেকে সরে গিয়ে তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুরোধ করে। কিন্তু তারা বার বার পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবু তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করা হয়। তারা চলে গেছে।’

/এএজে/আরকে/
সম্পর্কিত
সাবেক মেয়র আইভীকে আটক করতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, এলাকাবাসীর বিক্ষোভ 
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ