X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস-মিনিস্টারের সঙ্গে দেখা করলেন বামপন্থি দলগুলোর নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫

ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বামপন্থি দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থি পার্টি, প্রগতিশীল পার্টিগুলির মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে হোটেল ওয়েস্ট ইনের বল রুমে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বাংলাদেশের সাম্যবাদী দলের (মাকর্সবাদী-লেনিনবাদী) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য এনামুল হক ইমরান, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস-মিনিস্টার সান হাইয়ান ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু

বৈঠকে বাংলাদেশের বামপন্থি দলগুলোর নেতারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে চিনের সুনির্দিষ্ট ও শক্ত কূটনীতিক ভূমিকা কামনা করেন।

চীনা কমিউনিস্ট পার্টির ভাইস-মিনিস্টার সান হাইয়ানের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের বামপন্থী দলগুলোর নেতারা

তারা ‘এক চীন’ নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত দেশগুলির সমর্থনের নিন্দা জানান। তারা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠার নয়া সাম্রাজ্যবাদী সমরবাদী আগ্রাসী তৎপরতা প্রতিরোধে চীনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরও সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, সান হাইয়ান আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন জানান।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ