X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

মনজুরুল আহসানকে স্থায়ী অব্যাহতি দিয়েছে সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রবীণ রাজনীতিক ও দলের সাবেক সভাপতি মনজুরুল আহসান খানকে উপদেষ্টা পদ থেকে স্থায়ী অব্যাহতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ ছাড়া ছয় মাসের জন্য দলের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তি চলাকালীন তার বিরুদ্ধে আবারও কোনও অভিযোগ এলে পুনরায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। শৃঙ্খলা, রীতিনীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনও পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে দলের সারা দেশের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে সভায়।

এর আগেও মনজুরুল আহসান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় সিপিবি। সম্প্রতি দেশের একটি দৈনিকে এক সাক্ষাৎকারে তিনি সিপিবির সম্মেলন ডেকে নতুন নেতৃত্বের কথা বলেন।

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব ব্যবস্থা নেওয়া হয়

সভায় কেন্দ্রীয় কমিটির আরও উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ এন রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা, পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কন্ট্রোল কমিশনের সদস্য মাহবুব আলম, ডা. এম এ সাঈদ, আবু হোসেন, কাজী সোহরাব হোসেন, সুজাত আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ ক্বাফি রতন, অধ্যাপক এম এম আকাশ, আহসান হাবীব লাবলু, ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জলি তালুকদার, অ্যাডভোকেট মন্টু ঘোষ, মনিরা বেগম অনু, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আক্তার লাইলী, এস এ রশিদ, রাগীব আহসান মুন্না, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা, আসলাম খান, অ্যাডভোকেট মহসীন রেজা, নিমাই গাঙ্গুলি, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, হাফিজুল ইসলাম, আশরাফুল আলম, মোহাম্মদ আলতাফ হোসাইন, ইসমাইল হোসেন, খন্দকার লুৎফর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইদ্রিস আলী, জাহিদ হোসেন খান, মোসলেহ উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাসিনুর রহমান রুশো, সাদেকুর রহমান শামীম, নলিনী সরকার ও সাজিদুল ইসলাম।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
বিএনপির সঙ্গে বৈঠকডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি সিপিবি ও বাসদের
সর্বশেষ খবর
ভারত থেকে এসেছে কচুরমুখি
ভারত থেকে এসেছে কচুরমুখি
শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে: প্রধান উপদেষ্টা
শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে: প্রধান উপদেষ্টা
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা