X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আগামী জুনের মধ্যে নির্বাচনের দাবি বাংলাদেশ এলডিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৮:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:১৭

যথাসম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি।

বৃস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীর আসাগ গেটে দলের নতুন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। এদিন বিকালে সদ্য গঠিত নতুন নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশ এলডিপির সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা আবদুল করিম আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন সেলিম।

প্রবীণ রাজনীতিক আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে বাংলাদেশ এলডিপির নেতৃত্বে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি সার্বক্ষণিক রাজনীতিতে নেই।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিতে আবদুল করিম আব্বাসী একজন প্রাজ্ঞ রাজনীতিক, সাবেক হুইপ ও সংসদ সদস্য। বাংলাদেশ এলডিপিকে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘রাজনীতিতে সাবেক এমপি আব্বাসীর অবদান অনস্বীকার্য।’ এসময় আবদুল করিম নিজেও দলের প্রতি, নতুন কমিটির নেতাদের প্রতি শুভকামনা প্রকাশ করেন।

আব্বাসী তার বক্তব্যে উল্লেখ করেন, জীবদ্দশায় তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখে যেতে পারছেন।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘চারদিকে নানান চেহারায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের আনাগোনা দেখা যাচ্ছে। সকল দলমত নির্বিশেষে ফ্যাসিজম বিদায়ের যে শুভলগ্ন, যে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে নতুন দেশ নির্মাণের সম্ভাবনা সামনে এসেছে, তখনই গণতন্ত্র নিয়ে নানা গোষ্ঠী নানা চক্রান্ত শুরু করেছে।’

‘১৫ বছর ধরে দেশের মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারেনি। ভোট প্রয়োগ করতে পারেনি। তাই জনগণের এই দীর্ঘদিনের প্রত্যাশার বাইরে অন্য কারও এজেন্ডা বাস্তবায়নের কোনও সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই।’ তাই অবিলম্বে সংস্কার কাজ সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে হবে।’ বলেন শাহাদাত হোসেন সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর প্রতিনিধি সভায় বাংলাদেশ এলডিপির ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সেলিম। আগের চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি দলের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
রানা প্লাজার পর বাইডেন-উপদেষ্টাকাণ্ডে আলোচনায় আসেনএলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী
শেখ মুজিবের ছবি সরানো হোক: অলি আহমদ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সর্বশেষ খবর
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে