X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছেন তা যথেষ্ট নয়: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

জুলাই-আগস্টের আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যা করছে, তা তাদের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সু-চিকিৎসা এবং রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের দাবিতে’ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ব্যানারে এই অনশন কর্মসূচি আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, আজ এখানে যারা উপস্থিত আছেন তারা কিছু সহযোগিতা পেয়েছেন। আমি ঠিক জানি না এরকম আরও কত মানুষ আছেন, যারা রাষ্ট্র বা সরকারের কাছ থেকে একটু সাহায্যও পাননি। এর জন্য আমি সরকারকে কাঠগড়ায় দাড় করাবো না। আমি শুধু দাবি জানাতে চাই, সরকার তাদের পাশে দাঁড়াক। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা (সরকার) তাদের জন্য একেবারেই করছেন না এমন আমি বলবো না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাদের জন্য যথেষ্ট নয়।

হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি। তাহলে আজ আবার তাদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকার প্রধানকে, প্রধান শাসককে, তিনি বলবেন, এদের দায়িত্ব আমরা নিলাম। তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে কেন আসেন তারা (আহতরা)?  কারণ তারা সরকারের কাছে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে। 

বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাদের অনশন ভাঙান মাহমুদুর রহমান মান্না।

এ সময় ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্য সচিব সাহিদুল ইসলাম (লরেন) প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের মানসিকতা ও কাজের কোনও পরিবর্তন হয়নি: মান্না
শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়েছেন: মান্না
বাড়িতে ককটেল হামলার অভিযোগনাগরিক ঐক্যের ৯ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
সর্বশেষ খবর
ইনজুরি টাইমের গোলে ১০ জনের নেদারল্যান্ডসকে জিততে দিলো না স্পেন
ইনজুরি টাইমের গোলে ১০ জনের নেদারল্যান্ডসকে জিততে দিলো না স্পেন
টিভিতে আজকের খেলা (২১ মার্চ, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২১ মার্চ, ২০২৫)
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
এমবাপ্পের ফেরার ম্যাচে ক্রোয়েশিয়ার জয় দেখলো ফ্রান্স
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
পিছিয়ে পড়েও ইতালিকে হারালো জার্মানি
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’