X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছেন তা যথেষ্ট নয়: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

জুলাই-আগস্টের আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যা করছে, তা তাদের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সু-চিকিৎসা এবং রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের দাবিতে’ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ব্যানারে এই অনশন কর্মসূচি আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, আজ এখানে যারা উপস্থিত আছেন তারা কিছু সহযোগিতা পেয়েছেন। আমি ঠিক জানি না এরকম আরও কত মানুষ আছেন, যারা রাষ্ট্র বা সরকারের কাছ থেকে একটু সাহায্যও পাননি। এর জন্য আমি সরকারকে কাঠগড়ায় দাড় করাবো না। আমি শুধু দাবি জানাতে চাই, সরকার তাদের পাশে দাঁড়াক। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা (সরকার) তাদের জন্য একেবারেই করছেন না এমন আমি বলবো না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাদের জন্য যথেষ্ট নয়।

হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি। তাহলে আজ আবার তাদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকার প্রধানকে, প্রধান শাসককে, তিনি বলবেন, এদের দায়িত্ব আমরা নিলাম। তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না। আমাদের কাছে কেন আসেন তারা (আহতরা)?  কারণ তারা সরকারের কাছে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে। 

বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাদের অনশন ভাঙান মাহমুদুর রহমান মান্না।

এ সময় ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ২৪-এর গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্য সচিব সাহিদুল ইসলাম (লরেন) প্রমুখ।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
দেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে: মান্না
আগামী বাংলাদেশের পথরেখা তৈরি করাই ঐকমত্য কমিশনের অন্যতম লক্ষ্য: আলী রীয়াজ
রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, প্রশ্ন মান্নার
সর্বশেষ খবর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’