ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিতে সরকারকে দায়িত্ব নিতে হবে। কারণ, বেতন-বোনাসের জন্য শ্রমিকদের ক্ষোভকে কাজে লাগিয়ে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে।
বুধবার (১২ মার্চ) গাজীপুরের টঙ্গীতে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গাজী আতাউর রহমান বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের নিজস্ব রীতি ও আইনে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বিগত সরকার দেশের অন্য সব খাতের মতো ব্যবসা-বাণিজ্যকেও দলীয়করণ করে শিল্প খাতের স্বাভাবিক গতিপথকে ক্ষতিগ্রস্ত করেছে। যার ফলে ক্ষমতার পালাবদলের ফলে পোশাক খাতের কোনও কোনও প্রতিষ্ঠানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জন্য দায়ী দেশের রাজনৈতিক সংস্কৃতি ও এক শ্রেণির ব্যবসায়ীদের অসৎ নীতিবোধ। এর দায় নিরীহ শ্রমিক নেবে না। তাই যেসব প্রতিষ্ঠানে বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেসব প্রতিষ্ঠানের মালিকপক্ষের সম্পদ ক্রোক করে হলেও ২০ রোজার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে।
তিনি বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে অবিরাম চক্রান্ত করে যাচ্ছে। সহিংসতা ছড়িয়ে রাষ্ট্রকে অনিরাপদ ও ব্যর্থ দেখাতে পারলে তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন করা সহজ হবে। এই সুযোগ তাদের দেওয়া যাবে না। ধর্ষণ ও নারীর সঙ্গে সহিংসতার ইস্যুতে সরকারকে আরও সক্রিয় হতে হবে। একইসঙ্গে এ ইস্যুতে পানি ঘোলা করে কেউ হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চাইলে তাকেও প্রতিহত করতে হবে।