X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইনসাফ ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে: মোখলেসুর রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৫, ২০:১৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০:১৩

বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় ধনী গরীবের ব্যবধান আরও বেড়ে চলেছে। কেউ কেউ কোটি টাকার মালিক হচ্ছে, পক্ষান্তরে কারও আবার গাছ তলায় মাথা গোঁজার ঠাই হচ্ছে না। পুঁজিবাদী অর্থনীতির এই দুষ্ট চক্র থেকে বের হতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইনসাফ ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের শহীদরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তেই অকাতরে জীবন দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকেই বৈষম্যহীন নতুন সমাজ গড়ে তোলার আহ্বান বিশিষ্ট ব্যাংকার, অর্থনীতিবিদ মোখলেছুর রহমানের। 

রবিবার (১৬ মার্চ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১৫তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণইফতার হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মোখলেছুর রহমান আরও বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এই গণইফতার আয়োজনের জন্য আমি এবি পার্টিকে ধন্যবাদ জানাই। অধিকার ভিত্তিক রাজনীতি করে যাচ্ছে এবি পার্টি। প্রতিষ্ঠার পর থেকে নতুন এ দলটি রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদের হুমকি-ধামকি উপেক্ষা করে এবি পার্টির নেতাকর্মীরা রাজপথে সরব ছিলেন, দেশের যে কোনও অনিয়মের বিরুদ্ধে এবি পার্টি সবসময় জনসাধারণের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা বলেন, বৈষম্য থেকেই বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়, তৎকালীন পূর্ব পাকিস্তানে শিক্ষা দীক্ষা চাকরি সবক্ষেত্রেই আমাদেরকে বঞ্চিত করা হয়েছিলো। যার ফলশ্রুতিতে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পাই। কিন্তু সেই ৭১ থেকে বর্তমান পর্যন্ত ঠিক একই কায়দায় বৈষম্য চলছে। এরই ধারাবাহিকতায় ২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার নতুন করে স্বাধীনতা লাভ করি। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ঢেলে সাজাতে হবে, যাতে নতুন করে আর কোনও ফ্যাসিবাদ তৈরি না হয় বলে মন্তব্য করেন তিনি। 

সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করার তাগিদ দিয়ে বলেন, এবি পার্টি সৃষ্টির লগ্ন থেকেই জনগণের অধিকার নিয়ে কাজ করছে। সংস্কার না করে কোনও নির্বাচন হতে পারে না, সংস্কার বিহীন নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল। শুধু নামমাত্র একটা নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান হয়নি।   

গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক আরিফ সুলতানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতারা।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
ওয়াসার পানিতে পোকা, এমডিকে এবি পার্টির স্মারকলিপি
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
মে দিবসে শ্রমজীবী জনগণের প্রতি এবি পার্টির শুভেচ্ছা
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ