X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

আ. লীগ নিষিদ্ধের আগে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না: এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয়ে কোনও অজুহাত জনগণ মানবে না।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর রামপুরা ব্রিজে এনসিপির গুলশান জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিচার, রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এ আয়োজন করা হয়।

তুষার বলেন, ‘আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠন। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ মন্তব্য করে তিনি বলেন, ‘একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমন বেইমানি ছাত্র সমাজ মেনে নেবে না।’

বিক্ষোভ মিছিল

এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এনসিপি এই দাবিতে অনড় উল্লেখ করে দলটির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘নির্বাচন কমিশন বিভিন্ন ভূঁইফোর সংগঠনকে নিবন্ধন দিলেও জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দিচ্ছে না।’ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পথরেখা তৈরির আহ্বান জানান তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার। এই প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠক নাজমুল হাসান, সদস্য ফাহিম পাঠান, ইমরান ইমন, হাতিরঝিল থানার প্রতিনিধি আব্দুল গাফফার ও রবিন আহমেদ, রামপুরা থানা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বনানী থানার প্রতিনিধি এনামুল হক এবং বাড্ডার নেত্রী লাইলী আক্তার।

 /এমকে/আরকে/
সম্পর্কিত
৩ তারিখের আগেই নারী কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবি হেফাজতের
 ‘মুক্তির কথা বলে কিছু সংগঠন শ্রমিকদের ফাঁদে ফেলছে’
মে দিবসে জাতীয় শ্রমিক জোটের লাল পতাকা মিছিল
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট