রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে চলছে বাংলাদেশ হেফাজতে ইসলামির মহাসমাবেশ। বাইরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন দলটির কর্মীরা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যাতে কেউ অপরিষ্কার না করে, সেদিকেও লক্ষ্য রাখছেন তারা।
শনিবার (৩ মে) সকালে টিএসসি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় দলে দলে হেফাজত সমর্থকদের সমাবেশে যোগ দিতে দেখা যায়।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেইট এবং টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কয়েকজন হেফাজতকর্মী। ফলে সমাবেশ থাকার পরে টিএসসি এলাকায় কোনও যানজট বা কোলাহল দেখা যায়নি। পাশাপাশি কেউ যাতে ক্যাম্পাস এলাকায় কোনও ময়লা-আবর্জনা না ফেলে, সেদিকেও লক্ষ রাখা হয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণকারী একজন হেফাজত কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই তাদের বিভিন্ন টিম বিভিন্ন কাজ করছে। তাদের ওপর ট্রাফিক নিয়ন্ত্রণের ভার পড়েছে। ট্রাফিক ছাড়াও মহাসমাবেশে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন কাজে একাধিক টিম কাজ করছে।
আজকের মহাসমাবেশের মূল দাবি চারটি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাবমতে, সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো রয়েছে।