দেশীয় অস্ত্রের যত্রতত্র ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট। বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির কেন্দ্রীয় সম্পাদক রবিউল ইসলাম রবি।
জাকের পার্টি ছাত্রফ্রন্টের পাঁচ দফা দাবি হলো– শিক্ষার মান উন্নয়নে কারিগরি শিক্ষাসহ বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা; গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা; প্রাথমিক শিক্ষাসহ সব পর্যায়ের শিক্ষকদের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; বেকারত্ব দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আইন হাতে তুলে নেওয়া ও দেশীয় অস্ত্রের যত্রতত্র ব্যবহার বন্ধ করা।
সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম রবি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আমরা যে অর্ন্তবর্তী সরকার পেয়েছি, তাদের মাধ্যেমে প্রত্যাশিত বৈষম্য আসলে কতটুকু দূর হয়েছে তা প্রশ্নই থেকে যায়।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আন্দোলনে সংগ্রামী সৈনিক জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আফাজ বিশ বছরের বেশ সময় ধরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের সক্রিয় কর্মী হিসেবে নিয়োজিত আছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো স্থানীয় মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয় কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে চলতি বছরের ৫ মে গভীর রাতে বিনা নোটিশে বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে তুলে নেওয়া হয়। পরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী দেখিয়ে ২০১৩ সালের বিএনপির মিছিলে হামলা সংশ্লিষ্ট মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে। অথচ অতীতে তার নমে থানায় কোনও মামলা ছিল না। আমরা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জাকের পার্টিকে নিয়ে কিছু কুচক্রী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেও মন্তব্য করেন রবিউল ইসলাম রবি। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় গ্রেফতার মিজানুর রহমান আফাজকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।’
সংবাদ সম্মেলনে জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।