শাহবাগের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর আনন্দ মিছিল করার কথা জানান তিনি।
শনিবার (১০ মে) রাত পৌনে ৪টায় শাহবাগ মঞ্চে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের দেওয়া ৩০ দিন সময়ের ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি নেবো।
অপরদিকে, জুলাই সনদ না পাওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের সিদ্ধান্তে অনড় রয়েছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা চলে যাওয়ার পর একই মঞ্চে আবারও বসেছেন শতাধিক আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
জুলাই গণঅভ্যুত্থানে আহত আল আমিন ইসলাম সোয়াইব মাইকে ঘোষণা দিয়ে বলেন, শাহবাগের চারটি প্রবেশদ্বার বন্ধ করে তারা আন্দোলন করবেন। তিনি বলেন, আহত ও শহীদ পরিবারের সাথে কথা না বলে আন্দোলন বন্ধ করা আমাদের প্রতি অমানবিক আচরণ। আমরা চিকিৎসা পাচ্ছি না। সরকার কোনও খবর নিচ্ছে না। তাই জুলাই সনদ না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো। আমরা কতদিন মাঠে থাকবো আগামীকাল রবিবার সিদ্ধান্ত জানানো হবে।