X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনায় মানুষের পাশে ‘লাভ ফর চট্টগ্রাম’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৪৫

করোনায় মানুষের পাশে ‘লাভ ফর চট্টগ্রাম’ করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে ‘লাভ ফর চট্টগ্রাম’। তাদের পক্ষ থেকে এবার হাসপাতালটিতে দেওয়া হয়েছে দুটি হাই ফ্লো নাজাল ক্যানোলা, নন রিব্রিদেবল মাস্ক, এন৯৫ মাস্ক ও পিপিই। এর আগে গত সপ্তাহে নগরীর জেনারেল হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, নন রিব্রিদেবল মাস্ক, এন৯৫ মাস্ক ও পিপিই প্রদান করেছিল সংগঠনটি।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম আবু তৈয়ব, ব্যবসায়ী আবুল বাশার, ফিনলে প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখ্খারুল ইসলাম খসরু, আর্কিটেক্ট ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জোবায়েদ হোসেইন ও আতাউল হাকিম খসরু। এই সামগ্রী গ্রহণ করেন মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি এস এম মোর্শেদ হোসেন, কোষাধ্যক্ষ রেজাউল করিম ও ডা. পারভেজ ইকবাল শরীফ।

চট্টগ্রামের বিশিষ্টজন এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা চট্টগ্রামের প্রবাসীদের সহযোগিতায় নেওয়া হয়েছে এই উদ্যোগ। ‘লাভ ফর চট্টগ্রাম’ এর অন্যতম উদ্যোক্তা স্থপতি আশিক ইমরান ও মেঘনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট গীতিকবি আসিফ ইকবাল।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, ‘এই বিপর্যয় সম্পর্কে আমাদের কারও কোনও ধারণা ছিল না। তাই যুদ্ধক্ষেত্রে ফ্রন্টলাইন ফাইটারদের কিভাবে সাহায্য করতে হবে তাও অজানা ছিল। অন্যদিকে সবদিক থেকেই চট্টগ্রাম পিছিয়ে পড়ছে। তাই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টায় ফ্রন্টলাইন যোদ্ধাদের এই সাহায্যের মাধ্যমে নগরবাসীর জীবন বাঁচবে।’

লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা পারটেক্স গ্রুপের এমডি ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সিঙ্গাপুর থেকে এক অনলাইন বার্তায় বলেন, ‘করোনা মহামারীতে বন্ধুদের এই সাহসী প্রয়াশকে স্বাগত জানাই। ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে চট্টগ্রামবাসীদের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অনলাইনে একাত্মতা ঘোষণা করেন কানাডা প্রবাসী চট্টগ্রামের সন্তান বিশিষ্ট আন্তর্জাতিক ব্যবসায়ী জাহিদ মিজান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার সিইও আবরার আলম আনোয়ার।

প্রসঙ্গত, এই উদ্যোগের সঙ্গে ইতোমধ্যে যুক্ত আছেন চট্টগ্রামে বেড়ে ওঠা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীরা।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি