X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

‘ফেস অব ইভ্যালি’ হলেন তাহসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৯:১৫আপডেট : ১০ মার্চ ২০২১, ১৯:৩২

‘ফেস অব ইভ্যালি’ হলেন সংগীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। প্রতিষ্ঠানটির চিফ গুডনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। বুধবার (১০ মার্চ) বিকালে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ইভ্যালি।

এ প্রসঙ্গে তাহসান খান বলেন, আমি অনেক বছর শিক্ষকতা করেছি। আমার পছন্দের বিষয় ছিল ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ব্র্যান্ড নামের কারণে কাস্টমাররা কাছে আসেন। আমি এমন একটা দিন দেখতে চাই, বাংলাদেশের ব্র্যান্ড হবে গ্লোবাল ব্র্যান্ড।

তাহসান খান বলেন, আমি একইসঙ্গে ইভ্যালির চিফ গুডনেস অফিসার হিসেবে কাজ করবো। ইভ্যালির সঙ্গে যুক্ত হওয়ার আগে আমার কিছু প্রশ্ন ছিল। আমি তাদের উত্তরে সন্তুষ্ট। তাদের মধ্যে সততা দেখেছি। যদি সেটা কখনও না থাকে আমি সরে আসবো।

এদিকে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাহসানকে ‘ফেস অব ইভ্যালি’ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইভ্যালি কর্তৃপক্ষ। তাহসান খান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল।

দেরিতে ডেলিভারির বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ রাসেল বলেন, আমরা সব প্রোডাক্ট দেরিতে ডেলিভারি দেই তা ঠিক নয়। আমরা এক ঘণ্টায় ফুড ডেলিভারি দেই, তিন থেকে সাত দিনের মধ্যে গ্রোসারি প্রোডাক্ট ডেলিভারি দেই। প্রি-অর্ডার নিয়ে প্রোডাক্ট কিছু দিন পরে কম মূল্যে দেই। তাতে ক্রেতারাও সন্তুষ্ট থাকেন। তাতে কারও অভিযোগ নেই। আমাদের ফান্ড ম্যানেজমেন্টে অনেক বিষয় থাকে। যার কারণে কখনও কখনও রিফান্ডে কিছুটা সময় লাগে। আমরা সেটিও কমিয়ে আনার চেষ্টা করছি। 

সরকারের নীতিমালা প্রসঙ্গে মোহাম্মদ রাসেল বলেন, আমরা এক মাস অপারেশনের বাইরে ছিলাম। দুই মাসের একটা ধাক্কা খেয়েছিলাম। আমরা যত দ্রুত সম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। যে কোনও নীতিমালা হোক, তবে সেটা যেন আমাদের (ই-কমার্স ইন্ডাস্ট্রি) সঙ্গে আলাপ করে হয় এটা আমরা আশা করি।

আরও পড়ুন-

তাহসানের পোস্টে তোলপাড়, জানা গেলো কারণও!

 

 

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ‘জুলাই ঐক্য’ জোটের আত্মপ্রকাশ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
খালেদা জিয়ার দেশে ফেরা: বিমানবন্দর সড়কে তীব্র যানজট
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার
আসামি ধরতে গিয়ে ওসিসহ ৭ পুলিশ হামলার শিকার
শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ চেষ্টা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে: অধ্যাপক তামিজী 
শ্রমিক-মালিকের ঐক্যবদ্ধ চেষ্টা দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যাবে: অধ্যাপক তামিজী 
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে তিন শিক্ষার্থীসহ ৪ জনের মরদেহ উদ্ধার