X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দেশে প্রথমবার পালিত হলো রেস্টোরিটিভ জাস্টিস সপ্তাহ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০২১, ১৭:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:৩৯

প্রতিবছর বিশ্বব্যাপী নভেম্বরের তৃতীয় সপ্তাহ রেস্টোরিটিভ জাস্টিস সপ্তাহ পালিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিমিনোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিসিএ) এবং ইন্সস্টিটিউট অব কালচারাল অ্যাফেয়ার্স (আইসিএ)-এর যৌথ উদ্যোগে ভার্চুয়াল জুম মিটিং-এ ২০ নভেম্বর রাতে বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো রেস্টোরিটিভ জাস্টিস সপ্তাহ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আজিজ রহমানের পরিচালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিমিনোলোজিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ঢাকার যুগ্ম জেলা এবং দায়রা বিচারক খাদিজা ভুঁইয়া, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্টেন্ট রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ আসাদুজ্জামান সরদার এবং কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা বিশ্ববিদ্যালয়ের জাস্টিস স্টাডিস ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ।

আসাদুজ্জামান সরদার বলেন একজন অপরাধীর সঙ্গে একজন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের যে সম্পর্ক বিনষ্ট হয় সেটার পুনর্নিমাণ করাই হলো রেস্টোরিটিভ জাস্টিস। তিনি আরও বলেন, যেসব অপরাধের ক্ষেত্রে প্রবেশন প্রয়োগ করা সম্ভব সেসব ক্ষেত্রে প্রবেশন দেওয়া গেলে আমাদের সমাজে রেস্টোরিটিভ জাস্টিসের চর্চা বাড়বে।

রেস্টোরিটিভ জাস্টিস-এর ইতিহাস এবং নিউজিল্যান্ড ও কানাডায় এর প্রয়োগের ঘটনা তুলে ধরেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা বিশ্ববিদ্যালয়ের জাস্টিস স্টাডিস ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ।

যুগ্ম জেলা ও দায়রা বিচারক খাদিজা ভুঁইয়া মন্তব্য করেন, রেস্টোরিটিভ জাস্টিস-এর প্রয়োগে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এ বিষয়টি প্রথম অপরাধ, শিশু অপরাধী এবং পারিবারিক সহিংসতার মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। আসাদুজ্জামান সরদার এক প্রশ্নের উত্তরে বলেন রেস্টোরিটিভ জাস্টিস প্রয়োগের জন্য আমাদের সমাজকে সামগ্রিকভাবে অগ্রসর হতে হবে।

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক এবং জমি সংক্রান্ত বিরোধের সমাধানে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে।

অধ্যাপক আজিজ রহমানের মতে, এর মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে শালিসের মতো চর্চাগুলো থেকে মুখ ফিরিয়ে না নিয়ে কমিউনিটি পুলিশ, মডেল পুলিশ স্টেশনের সহায়তায় এর চর্চা আরও বাড়ানো সম্ভব হলে আমাদের সমাজ এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উন্নয়ন সাধন সম্ভব হবে।

আয়োজকরা আরও তথ্য জানার জন্য যোগাযোগ করার প্রয়োজনে [email protected] এবং [email protected] ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
বিএনপি নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে: কাদের
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ