X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডাচ-বাংলা ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১৯:৪৪আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৯:৪৪

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় এই আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন শেয়ারহোল্ডাররা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান সায়েম আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২১ সালের জন্য ২৭ দশমিক ৫ শতাংশ ডিভিডেন্ড প্রদানের অনুমোদন দিয়েছেন। এরমধ্যে ১৭ দশমিক ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয় সভায়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২১ সালের কার্যক্রম নিয়ে অভিমত জানান এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৪,৩৯৯ দশমিক ৮ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৪৭২,৩৫৫ দশমিক ৪ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির পরিমাণ ৪২,০৪৪ দশমিক ৪ মিলিয়ন টাকা বা ৮ দশমিক ৯ শতাংশ।

গত বছর ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ৩১৯,৪৪৮ দশমিক ১ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ২৭৩,৩৮২ দশমিক ৯ মিলিয়ন টাকা; যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৬ দশমিক ৯ শতাংশ।

২০২১ সালে ব্যাংকের ডিপোজিট ৩৮,৮৮৯ দশমিক ৪ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪০১,৫০০ দশমিক ৩ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৩৬২,৬১১ মিলিয়ন টাকা; যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১০ দশমিক ৭ শতাংশ।

ব্যাংকটি ২০২১ সালে ট্যাক্সের আগে নিট মুনাফা অর্জন করে ৮,১৩২ দশমিক ৭ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৯,৬৬০ দশমিক ৮ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৫,৫৬১ দশমিক ১ মিলিয়ন টাকা, যা আগের বছরে ছিল ৫,৪৯৮ দশমিক ৭ মিলিয়ন টাকা।

চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৮ দশমিক ৭৯ টাকা, যা আগের বছরে ছিল ৮ দশমিক ৬৯ টাকা। ২০২১ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ।

/আরকে/জেএইচ/
সম্পর্কিত
রেমিট্যান্স বিতরণ নিয়ে প্রিমিয়ার ব্যাংক ও নগদের চুক্তি
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট
সর্বশেষ খবর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা