X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আরজেএসসি’র ফি দেওয়া যাবে ‘নগদ’-এ

প্রেস রিলিজ
০৬ জুলাই ২০২২, ১৭:৪১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৮:১১

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের (আরজেএসসি) সব ফি এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করা যাবে। বর্তমানে আরজেএসসি’র অধীনে প্রায় ২ লাখ ৭২ হাজারের বেশি প্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো তাদের নামের ছাড়পত্র গ্রহণ, কোম্পানি বা সোসাইটি নিবন্ধনসহ যেকোনও সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ফি ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবে। বুধবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আরজেএসসি’র প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। এ সময় ছিলেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান, হেড অব ইউটিলিটি অ্যান্ড এডুকেশন পেমেন্ট সোহেল এস তাসনীম এবং আরজেএসসি’র নিবন্ধক (অতিরিক্ত সচিব) শেখ শোয়েবুল আলম, অতিরিক্ত নিবন্ধক (যুগ্ম সচিব) সন্তোষ কুমার পণ্ডিত, উপনিবন্ধক রণজিৎ কুমার রায়সহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ফি পরিশোধের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপ এবং ইউএসএসডি কোড (*১৬৭#) ব্যবহার করে আরজেএসসি’র পেমেন্ট করা যাবে। এ ছাড়া কেউ চাইলে উদ্যোক্তার মাধ্যমেও ফি পরিশোধ করতে পারবেন। তবে ফি পরিশোধের ক্ষেত্রে ফি প্রদানকারীকে এক শতাংশ চার্জ দিতে হবে, যা সর্বোচ্চ ১০০ টাকা। 

ফি পরিশোধের জন্য ‘নগদ’ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ অপশন নির্বাচন করতে হবে। তারপর আরজেএসসি/১৪২০ (RJSC/1420) টাইপ করে সাবমিশন বা রেফারেন্স আইডি দিতে হবে এবং সব তথ্য যাচাই করে পিন টাইপ করে ট্যাপ অপশনে ধরে রাখতে হবে। বিল পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে একটি কনফারমেশন এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া আরজেএসসি’র ফি ‘নগদ’ ইউএসএসডি’র মাধ্যমে পরিশোধ করতে চাইলে *167# ডায়াল করতে হবে। তারপর বিল পে সিলেক্ট করে অন্যান্য অপশন নির্বাচন করতে হবে। অ্যাকাউন্ট নম্বর টাইপ করে সাবমিশন বা রেফারেন্স আইডি দিতে এবং সব তথ্য যাচাই করে পিন টাইপ করে বিল পে করতে হবে। বিল পেমেন্ট সম্পন্ন হলে কনফারমেশন এসএমএস পাওয়া যাবে।   

এ বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘ডাক বিভাগের সেবা হিসেবে ‘নগদ’ শুরু থেকে সরকারের বিভিন্ন ধরনের সেবার সঙ্গে সম্পৃক্ত থেকেছে। আরজেএসসি’র এই চুক্তির ফলে কয়েক কোটি মানুষের জীবন আরও সহজ হয়ে যাবে।’

প্রসঙ্গত, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর (আরজেএসসি) হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের একমাত্র অফিস, যা বাংলাদেশের আইন অনুযায়ী কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠান গঠনের সুবিধা দেয় এবং এর মালিকানা সম্পর্কিত নথিপত্র সংরক্ষণ করে।

 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি