X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্লাব সদস্যের সন্তানদের পুরস্কৃত করলো বার্জার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০২২, ১৬:৪২আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৬:৪২

বার্জারের ‘ক্লাব সুপ্রিম’ ও ‘সম্পর্ক ক্লাব’ সদস্যের সন্তানদের মাঝে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের জন্য বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের (বিপিবিএল)। সম্প্রতি বার্জারের করপোরেট কার্যালয়ে এ আয়োজন করা হয়। বুধবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনার কারণে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দুই বছর বন্ধ ছিল। চলতি বছর আবার এর আয়োজন করা হয়েছে। সেখানে ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। চলতি বছর মোট ছয় জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রাইজ মানি ও বই তুলে দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো– আফরিন জাহান চৌধুরী (এইচএসসি), মাহমুদুল হাসান (এইচএসসি), লাবিবা তাসনিম (এইচএসসি), ফারিহা তাবাসসুম (এইচএসসি), আবরার শাজিদ (এসএসসি) ও জিনাত সুলতানা তাজরি (এইচএসসি)।   

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বার্জারের পক্ষে উপস্থিত ছিলেন– প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার তানজীন ফেরদৌস আলম; চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ এবং হেড-চ্যানেল এনগেজমেন্ট (মার্কেটিং) এ এম এম ফজলুর রশিদ।  

এ বিষয়ে বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, ‘বার্জারের ক্লাব সুপ্রিম ও সম্পর্ক ক্লাবের সদস্যরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্লাবের সদস্যের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফল অর্জন করেছে তাদের জন্য এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই কৃতিত্ব ধরে রেখে এসব শিক্ষার্থী জীবনের পরবর্তী ধাপে সাফল্য অর্জন করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে বার্জার।’

টপ সেলিং ডিলারদের জন্য ২০১৮ সালে বার্জার ডিলার্স লয়্যালটি ক্লাব ‘ক্লাব সুপ্রিম’ চালু করে। বর্তমানে এ ক্লাবে ৮৭৫ জন প্রিমিয়াম ডিলার রয়েছেন। পেইন্টার ও পেইন্ট কন্ট্রাক্টরদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং সহায়তার মাধ্যমে তাদের জীবনমানের উন্নতির লক্ষ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে বার্জার ‘সম্পর্ক ক্লাব’ চালু করে।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে নারীকে গুলি করে হত্যা
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
কলার খোসা যেভাবে চুল ভালো রাখে
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা জবি শিক্ষার্থীদের
রিয়ালের জয়ে বার্সার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়লো
রিয়ালের জয়ে বার্সার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়লো
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ