X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আইইউবিতে ‘ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৭

দেশের বিভিন্ন সেক্টর থেকে আগত ১১০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে-২০২৩। বুধবার (৯ ফেব্রুয়ারি) আইইউবি’র স্থায়ী ক্যাম্পাসে ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ক্যারিয়ার ডে’র সার্বিক আয়োজনে ছিল আইইউবি’র অফিস অব ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘পড়ার বিষয় যা-ই হোক না কেন, ছাত্র থাকাকালীন অবস্থায় বিভিন্ন দক্ষতা বিষয়ক কোর্স কিংবা প্রশিক্ষণ নিলে শিক্ষাজীবন শেষে বেকার থাকতে হবে না। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নানা রকম কাজে যুক্ত হওয়ার মাধ্যমে উপার্জন করে থাকেন। এক সময় সনদ দেখে চাকরি দেওয়া হতো। এখন নিয়োগ দেওয়া হয় দক্ষতার ওপর ভিত্তি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিৎ কাজের দুনিয়ার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। পেশাজীবীদের শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারলে সেটি অনেকটাই অর্জন করা সম্ভব হবে।’

আইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার তার বক্তব্যে আইইউবি’র সুযোগসুবিধাগুলোর সর্বোত্তম ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানান। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা শিক্ষাজীবন শেষে কর্মজীবনে সফল হতে পারে।’

উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের অর্থনীতির বিভিন্ন খাতের সংযোগ এবং সহযোগিতা বাড়ানোর বিষয়টি নিয়ে জাতীয়ভাবে আলোচনা হচ্ছে। একে বলা হচ্ছে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন। আমরা এই বিষয়টির প্রয়োজনীয়তা অনুভব করেই এই ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে আয়োজন করেছি। এতে ১১০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দিনভর তারা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীই নয়, আইইউবির সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা হলো অনেক প্রতিষ্ঠানের। এতে দীর্ঘমেয়াদে আইইউবির শিক্ষার্থীরাই লাভবান হবে।’

 

/আরকে/
সম্পর্কিত
জ্যোতির্বিজ্ঞানী লামীয়া মওলার বক্তব্যে উঠে এলো প্রাচীন গ্যালাক্সির জন্মবৃত্তান্ত
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবির কোডিং ফর অল কর্মসূচি সম্পন্ন করলেন ১০ শিক্ষক
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ