X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

আইইউবিতে ‘নেতৃত্বে নারী’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মার্চ ২০২৪, ০০:৫৭আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৫:৪৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ইনক্লুশন ফর ন্যাশনাল গোলস: লেডিস ইন লিডারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। রবিবার (১০ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস; এফসিবি বিটপির ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী; ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা; এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

সুস্মিতা আনিস বলেন, ‘যে পরিবেশে সহকর্মীদের বেশিরভাগই পুরুষ, বয়সে বড় এবং পিএইচডি ডিগ্রিধারী, সেখানে নারীদের আত্মবিশ্বাস চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় সামনে এগিয়ে যেতে হলে ক্রমাগত শেখা, বোঝা এবং মানিয়ে নেওয়ার কোনও বিকল্প নেই।’

সারাহ আলী বলেন, ‘নারীদের উচিৎ বড় ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেওয়া। জীবনে বড় কিছু করার উচ্চাকাঙ্ক্ষা থাকা জরুরি। ক্যারিয়ারের বা পরিবার – একটির জন্য আরেকটির সাথে আপস না করেই এটা করা সম্ভব, যদি সংকল্প দৃঢ় হয়।’

আইইউবির নারী শিক্ষার্থীদের উদ্দেশে রুবাবা দৌলা বলেন, ‘সামনে যত বাধা-বিপত্তিই আসুক, কোনোভাবেই থেমে গেলে চলবে না। একজন নারী হয়ে অন্য একজন নারীকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইলো যাতে আপনারা আপনাদের স্বপ্নকে ছুঁতে পারেন, লক্ষ্যগুলো অর্জন করতে পারেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, নিজের উপর সবসময় বিশ্বাস রাখতে পারেন।’

রূপালী চৌধুরী বলেন, ‘আজকের যুগে ব্যক্তিগত জায়গা থেকে প্রাসঙ্গিক থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতা থাকতেই হবে। নারীদের জন্য এটা আরো বেশি প্রয়োজন। সুতরাং আমাদের প্রতিনিয়ত শিখতে হবে এবং প্রশ্ন করতে হবে। যে প্রশ্ন করে, সে কখনো হাল ছাড়ে না।’

আইইউবির ট্রাস্টি ড. হোসনে আরা আলী বলেন, ‘একজন মা, একজন স্ত্রী, একজন অ্যামেচার চিত্রশিল্পী এবং লেখক হওয়া সত্ত্বেও তিনি সবসময় আইইউবির উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তবে তার মানে এই নয় যে তিনি অন্য দায়িত্বগুলোকে অবহেলা করেছেন। জীবন থেকে তিনি শিখেছেন যে সংকল্প দৃঢ় হলে এবং সময় ব্যবস্থাপনায় কুশলী হলে সকল দায়িত্ব পালন করা সম্ভব। 

স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, ‘আইইউবিতে ভর্তি হওয়ার জন্য নারী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আমরা বেশ কিছু অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরি করেছি। দেশের সকল বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগ এবং নেতৃত্ব নির্বাচনে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারে, তাহলে জাতীয় লক্ষ্যগুলো অর্জন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি মিসেস সালমা করিম এবং উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস-এর বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক নওরীন রাহনুমা।

/ইউএস/
সম্পর্কিত
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী: মহিলা পরিষদ
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’